খবর : "গাইবান্ধায় প্লাস্টিকের চাল জব্দ"
প্লাসটিকের চাল বলে কিছু নেই। এটা একটা প্রচলিত প্রেংক। ফেইক নিউজ। কিছু দিন পর পর মানুষের ভিমরতি উঠে। "প্লাসটিকের ডিম" "জ্বালানি বিহীন বিদ্যুতের" মতো।
এই খবরের সাথে জড়িত যত জনের নাম এসেছে সবাই বেক্কল।
"কিন্তু পুলিশের ছবি আছে যে?"
ঐ পুলিশ বেক্কল।
"কোট পড়া মেজিষ্ট্রেটের মতো?"
ঐ ভদ্রলোক বেক্কল।
"আর সরকারি খাদ্য অধিদপ্তরের কর্মচারির মত চেহারার লোকেরা?"
এরা সবাই বেক্কল।
"হ। সবাই বেক্কল, আর আপনি একা চালাক?"
আমি বেক্কল হই বা না হই, উপরে বর্নিত সবাই যে বেক্কল সেটা প্রমানিত।
"আপনি কি দেখছেন? জানেন? না জেনে কথা বলেন কি করে?"
ধারনার উপর কথা বলি। আপনি কি ধারনার উপর কথা বলেন না?
http://mzamin.com/article.php?mzamin=158031
http://mzamin.com/article.php?mzamin=158031
- Comments:
- ^ বিস্তার = জয়। সংকোচন = পরাজয়।