"কেউ যদি গুনাহকে নেক কাজ ধারনা করে করে, তবে তার অন্তরে কি গুনাহের দাগ পড়ে?"
পড়ে।
এজন্য যারা না হকের উপর থাকে তাদের অন্তর অস্বস্তিতে থাকে। ছট ফট করতে থাকে। বিপক্ষকে বার বার গালি দিতে থাকে। প্রচন্ড তর্ক করতে থাকে।
এগুলো তার অন্তরের দাগের রিফ্লেকশন।
তাই দুই দলের মাঝে কোনটা বেশি হক এটা নির্ধারনের একটা উপায় হলো তাদের ব্যবহার দেখা।
আর নিজে? নিজের অন্তর দেখা।
আর সব কিছুর মতো এটাও ফুল প্রুফ না।
কিন্তু একটা ইনডিকেশন, একটা সাইন।
- Comments:
- ^ হজরত শাইন করতে পারবেন। by the way এখন কি ভার্সিটিতে ভর্তি হয়েছেন? কোনটায় কি সাবজেক্টে জানাবেন।