Post# 1549278410

4-Feb-2019 5:06 pm


by the way :

দেশে এখন "কুফরি সেকুলারিজম" নেই। রাষ্ট্র আর ধর্ম এখন আর আলাদা না। যেটা ছিলো সেকুলারিজমের ডেফিনিশন। বরং ধর্মিয় সকল কাজ এখন রাষ্ট্রের পূর্ন নিয়ন্ত্রনে।

এন্টি-সেকুলারিজম এর পরবর্তি স্টেপ হবে মসজিদে জুমার খুতবার নিয়ন্ত্রন সরকারের নিয়ে নেয়া। মাঝখানে এটা করা হয়েছিলো কিন্তু দুই জুম্মার বেশি চালাতে পারে নি। কারন "চাটার দল" ১৮ কোটি টাকা খেয়ে ফেলেছিলো। তবে খুতবা বাদে ওয়াজ, মাদ্রাসা, মাহফিল বাকি যা আছে সবগুলো "রাষ্ট্রের" পূর্ন নিয়ন্ত্রনে।

যেমন কিনা "কুফরি গনতন্ত্র" থেকে কিছু দিন আগে দেশ মুক্ত হয়েছে।

শেষে "কুফরি" সিরিজে বাকি থাকে কি? সংবিধান? দুই দিন আগে ডাক্তারের ওয়েটিং রুমে বসা ছিলাম। পাশের জন বলছিলো দেশে সংবিধান নেই। "ওমুক" যা বলবে সেটাই এখন সংবিধান।

তোমরা যারা কুফরি খুজো। তোমাদের জন্য এখন হার্ড টাইম।
নতুন কারন খুজতে হবে।

4-Feb-2019 5:06 pm

Published
4-Feb-2019