Post# 1549275534

4-Feb-2019 4:18 pm


শুরার নিজাম ছিলো de-centralization এর জন্য।

সেন্ট্রালাইজড "এক দল" করে এই কাজ আর চালানো যাবে না এটা মসজিদে নববিতে সেই আল্লাহর ওলিকে আগেই বলে দিয়েছিলেন যিনি বলেছিলেন তিনি। এখন বাস্তবেও হচ্ছে তাই।

সেন্ট্রালইজড বাংলাদেশের তবলিগের দল? দলের নেতাকে সরকার নিজেদের নিয়ন্ত্রন নিয়ে নেবে। একজন নেতা থাকলে এটা সহজ। শুরা থাকলে কঠিন। এজন্যই মন্ত্রি সাহেব দুই পক্ষ থেকে ১ জন নেতা আগে ঠিক করে দিয়েছেন। এর পর থেকে "আপনার দল যাই করুক, আপনার দলের কাজের জন্য আপনি একক ভাবে দায়ি থাকবেন" -- পুরো দল সরকারের কন্ট্রোলে।

শুধু বাংলাদেশ না, ভারতেও সম্ভবতঃ একই অবস্থা।

হিফাজতের "আমির" এর কথাই চিন্তা করেন। আমির আছে বলেই বিক্রি হলো নাকি হলো না সেটা প্রশ্ন আসছে।

de-centralized হলে এটা আরো কঠিন হতো।

তাই বড় হিকমত হলো আল্লাহর রসুল ﷺ এর।
শেষ হিকমত আল্লাহর।

4-Feb-2019 4:18 pm

Published
4-Feb-2019