হাইপোথেটিক্যল কথা যখন বলি তখন কিছু জেনারালাইজড এজামপশন নিয়ে বলি। যে এজামপশন গুলো বুঝা যায়, কিন্তু দলিল দিয়ে প্রমান করার ক্ষমতা আমার নেই। তাই চাইলে যে কেউ বেইসটা চ্যলেঞ্জ করতে পারবে। এবং তখন আমি গুটিয়ে যাবো।
এর পর যত পড়া-লেখা করি, দেখি ঐ নিজের বুঝা জেনারালাইজড এজামপশন গুলোই ঠিক।
তাই পড়া দ্বারা কি লাভ হয়? নিজের পুরানো বিশ্বাস রিইনফোর্সড হয়। নতুন কিছু দ্বারা পরিবর্তিত হয় না। আগে হয়তো তর্কে নামলে হেরে যেতাম। এখন তর্কে নামলে আমি দলিল দিয়ে দাড়িয়ে থাকতে পারবো।
কিন্তু বিশ্বাস যা ছিলো তাই।
এটা শুধু আমার না। একজন সালাফি, তবলিগি, চেতনাবাদি, ছু্ন্নি, মাজহাবি সবার ক্ষেত্রে একই হয়।
তাই একটা লেভেলের পরে ইলম অর্জন করা দ্বারা শুধু নিজের তর্ক করার ক্ষমতার উন্নতি হয়। বিশ্বাসে পরিবর্তন আসে না।
তাই এর পর প্রশ্ন আসে :
- কতটুকু ইলম তবে উপকারি ইলম?
- Comments:
- ^ ignore what other things he said. focus on whether his view differs from majority maliki scholars or not.
- ^ there is enough reason to stay away from any Mufti that doesn't belong to my group. No point in searching for more reasons, because that will just reinforce my believe.
But then again, I just did it.
- If you have objection with the term "schools of thought" then I am ready to change that term and use some other word carrying the same sense. But what I said will still remain the same.
You can focus on the "meaning" and not on the "terms", I guess.
- Just replaced the word with "group", check if that satisfies you.