Post# 1549150177

3-Feb-2019 5:29 am


প্রশ্ন : "ইমাম আবু হানিফা কি মুরজিয়া ছিলেন?"

উত্তর :
হ্যা ছিলেন। এবং কোনো একজন এই ব্যপারে দ্বিমত পোষন করে নি। উনি খলকে কোরআনে বিশ্বাসি ছিলেন এবং পরবর্তিতে ফিরে আসেন। কিন্তু উনার ইরজা থেকে ফিরে এসেছেন এমন প্রমান নেই।

- রাবি বিন হাদি আল-মাদখালি।

http://www.rabee.net/ar/questions.php?cat=37&id=581

শিক্ষা?
একজন সালাফির পক্ষে হানাফি ফিকাহ মেনে নেয়া কেন প্রায় অসম্ভব একটা টাস্ক এর ইন্ডিকেশন এখানে। বাকি মাজহাবগুলোর ব্যপারে তারা নম্র হতে পারে। কিন্তু হানাফি? উহু।

তাই মানানোর চেষ্টা না করে, "মানে না" এটা ধরে নিয়ে এগুনো ভালো। তর্ক কমবে।

by the way : এটা মাদখালি সাইট। মাদখালিরা সালাফিদের থেকে ভিন্ন কিনা, বা তাদের মাঝে কি পার্থক্য, বা গভীর কোনো পার্থক্য আছে কিনা জানা নেই।

3-Feb-2019 5:29 am

Published
3-Feb-2019