Post# 1519573913

25-Feb-2018 9:51 pm



স্টার ওয়ারস এর একটা গল্প। ১২ জনের একটা জেডাই কাউন্সিল দেশ চালায়। এর পর হটাৎ ধুম ধাম করে কাউন্সিলের ১২ জনের সবাই মারা যায়। খুন করা হয়। শুধু একজন বেচে থাকে। কাউন্সিলে যেহেতু আর কেউ নেই, তাই বেচে থাকা একজন হয়ে যায় অফিসিয়ালি একক স্বিদ্ধান্ত দাতা। দেশের সম্রাট। দ্যা এমপেরার।

এই নিয়ে দ্বন্ধ, এই নিয়ে সংঘর্ষ, এই নিয়ে যুদ্ধ। এমপেরার এখানে ছিলো ডার্ক সাইড।

"ইমারাত" বনাম "শুরা" দ্বন্ধের কথা যখন শুনি তখন কেন যেন সেই গল্পটার কথা মনে পড়ে।


বিদেশে day light saving বলে একটা জিনিস আছে। গৃষ্ম কালে সময় এক ঘন্টা এগিয়ে নিয়ে আসা হয়। গরিব এক দেশের এমপেরার ক্ষমতায় এসে হুকুম জারি করেন "আমাদের দেশেও এই নিয়ম এখন থেকে হবে!" সময় এক ঘন্টা আগিয়ে নিয়ে আসা হয় গৃষ্মকালে।

কিন্তু এমপেরার ভুলে যায় যে বিদেশে শীতকাল আবার ঘড়ি এক ঘন্টা পিছিয়ে দেয়া হয়। তাই সেরকম কোনো হুকুম জারি করে না। DST চলতে থাকে সারা বছর। শীতকালে তাহাজ্জুদের ওয়াক্তে সকালের ট্রেন ছাড়ে। মানুষের কষ্ট চরমে।

শেষে পুরো দেশ থেকে বাতিল করা হয় DST.
পশ্চিমাদের মত দেশ চালানোর বুদ্ধি এই জাতির নেই।


আমি জানি না যে জাতি DST চালাতে পারে না তাদের জন্য ইমারাত ভালো নাকি শুরা।

25-Feb-2018 9:51 pm

Published
25-Feb-2018