Post# 1519313767

22-Feb-2018 9:36 pm


বুঝলাম আমি এখন চরমোনাই পন্থি কারন উনাদের মত আমিও গণতন্ত্রকে কুফর মনে করি না।

সে হিসাবে ডঃ খন্দকার জাহাঙ্গির স্যার পন্থিও বলা যায, কারন উনিও কুফর বলতেন না। কিংবা মুফতি তাকি উথমানী। যিনি কমুনিজমকে কুফর বলতেন, কিন্তু গনতন্ত্রকে বলতেন না।

কিন্তু কওমি উলামাদের কি মত? হাফেজি হুজুর যেহেতু বটগাছ মার্কা নিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন ১৯৮২ সালে তাই উনি কুফর বলতেন না, ধরে নিলাম।

কিন্তু উনি এখন নেই। উনার খলিফারা আছেন। খলিফাদের মাঝে মুফতি মনসুরুল হক সাহেব বলেছেন গনতন্ত্র কুফর, একটা আলাদা ধর্মের মত। কিন্তু উনি ২০০৮ সালের নির্বাচনে কম খারাপ দলকে ভোট দেবার জন্য উৎসাহিত করেছেন ঘরে বসে না থেকে।

বাকি আলেমদের মত কি? লুৎফুর ফারাজী ভাই? উনার মত: ইসলাম সম্মত না। কিন্তু কংক্লুশন ভোট দেয়া জায়েজ আছে, "তীব্র প্রয়োজন হারামকে হালাল করে দেয়"।

বিভিন্ন দল-মত-আকিদা-মানহাজের অনুসারীদের মত কি? এগুলোর উপর একটা সিরিজ পোষ্ট লিখতে হবে।

Feeling like.

22-Feb-2018 9:36 pm

Published
22-Feb-2018