Post# 1519090431

20-Feb-2018 7:33 am


বেশ কয়েক বছর ইসলামিস্টদের মাঝে ফেসবুকিং করলাম। দেখলাম এদের ৯০%-এর বয়স ৩০ এর কম।

এখন কনভেনশনাল পলিটিক্সে ঢু মারলাম। বিএনপি-আওয়ামি। পড়ে বুঝা যায় ৯০%-এর বয়স ৩০ এর উপর। কমেন্টে তর্ক চললেও, মার্জিত।

অশ্লিল গালি গালাজ, "জুতা মার" "মুইততা দে" এই ধরনের কমেন্ট মেইনস্ট্রিম পলিটিক্স নিয়ে যারা বলছেন তাদের পোষ্টে চোখে পড়ে নাই। ইসলামি কোনো বিষয় নিয়ে পোষ্ট দিয়ে দেখেন, কিছুদিনের মাঝে এধরনের পাবলিক জুটে যাবে। এবং এরা পিছ ছাড়বে না। ব্লক করলে ফেইক আইডি তৈরি করে আবার আপনার পিছে।

Pondering.

20-Feb-2018 7:33 am

Published
20-Feb-2018