Note : প্রোগ্রামিংয়ের ট্রেন্ড যেগুলো পোষ্ট করি সেগুলো একটা সাব-সেকশনের জন্য।
১
সফটওয়ার কাজে অনেক ভাগ আছে।
- কেউ মোবাইল এপস তৈরি করে।
হাজার হাজার কাজ।
২
তাই নিচের কথাগুলো বললে বা শুনলে, কোন ফিল্ডের জন্য বলছে সেটাও বুঝতে হবে।
- এই লেংগুয়েজটা পপুলার হচ্ছে।
৩
সব সাইডেই সবসময় কাজ আছে। কিন্তু যে কোনো একটা ফিল্ড ধরলে : ধরেন যেমন মোবাইল এপ ডেভালেপমেন্ট -- এখানে টেক পরিবর্তিত হবে। আগে হয়তো ফোনগ্যপ ব্যবহার হতো এখন জনপ্রীয় অন্য কিছু।
এতে কিন্তু গেইম ইঞ্জিন নিয়ে যারা কাজ করছে তাদের কিছু যায় আসে না।
৪
একারনে, "C এর ডিমান্ড আছে", "C এর ডিমান্ড নেই" দুটোই ঠিক। কোন সেকটরে সেটা প্রশ্ন। সেরকম JavaScript এর ডিমান্ড বাড়ছে স্পেসিফিক সেকটরে। SQL নাকি NoSQL? ডিপেন্ডস, বিজনেস এপলিকেশনের কথা বলা হচ্ছে, নাকি ওয়েব সাইটের কথা?
- Comments:
- Python, Matlab, C, Assembly. কোন লেভেলে কাজ তার উপর।