১
কাকরাইলের নিজামুদ্দিন পন্থি ধারার টপ লেভেল থেকে একটি প্রচারপত্র:
"...বাস্তবেও দুনিয়াতে ইখতিলাফ চলছে। ইখতিলাফ রহমত। দেওবন্দের সাথে এক্ষেত্রে আমরাও একমত না থাকায়, "ভুলগুলো কী আসলেই ভুল!" নামে শীগ্রই কিতাব প্রাকাশিত হচ্ছে, ইনশাল্লাহ। এই ধারাবাহিকতা চলতে থাকবে। ---end quote.
অর্থাৎ দ্বিমত রেখেই উনারা চলতে চাচ্ছেন, এবং এটাকেই সঠিক স্ট্রেটেজি মনে করছেন।
২
সাধারন তবলিগওয়ালাদের ৯০% নিজামুদ্দিন-সাদ সাহেবের পক্ষে।
আর উলামাদের ৯০% দেওবন্দের পক্ষে। অধিকাংশ তবলিগের জিম্মাদাররা আলেম না। সাধারন লোকেরাই এই তবলিগের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং ফিতনার ধাক্কা আলেম ও উর্ধ মহলে যেরকম সেরকম সাধারনদের মাঝে লাগে নি।
৩
আমার মনে হচ্ছে সাদ সাহেব আর উনার অনুসারিরা এখন নিজেদেরকে অনেকটা সংস্কারক ভুমিকায় দেখবেন। দ্বিনের মাঝে ময়লা ঢুকে গিয়েছে, এগুলো পরিষ্কার করা তাদের দায়িত্ব।
৪
ইসলামের রাজনৈতিক ইখতেলাফ খুব দ্রুত মাসালাগত ইখতিলাফ থেকে আকিদাগত ইখতিলাফে চলে যায়। ইতিহাসে বলে।
এসব ব্যপারে সাইড না নিয়ে চুপ থাকা ভালো। এবং অধিকাংশ তবলিগের সাথিরা এখন চুপই আছে।