Post# 1519019063

19-Feb-2018 11:44 am



কাকরাইলের নিজামুদ্দিন পন্থি ধারার টপ লেভেল থেকে একটি প্রচারপত্র:

"...বাস্তবেও দুনিয়াতে ইখতিলাফ চলছে। ইখতিলাফ রহমত। দেওবন্দের সাথে এক্ষেত্রে আমরাও একমত না থাকায়, "ভুলগুলো কী আসলেই ভুল!" নামে শীগ্রই কিতাব প্রাকাশিত হচ্ছে, ইনশাল্লাহ। এই ধারাবাহিকতা চলতে থাকবে। ---end quote.

অর্থাৎ দ্বিমত রেখেই উনারা চলতে চাচ্ছেন, এবং এটাকেই সঠিক স্ট্রেটেজি মনে করছেন।


সাধারন তবলিগওয়ালাদের ৯০% নিজামুদ্দিন-সাদ সাহেবের পক্ষে।
আর উলামাদের ৯০% দেওবন্দের পক্ষে। অধিকাংশ তবলিগের জিম্মাদাররা আলেম না। সাধারন লোকেরাই এই তবলিগের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং ফিতনার ধাক্কা আলেম ও উর্ধ মহলে যেরকম সেরকম সাধারনদের মাঝে লাগে নি।


আমার মনে হচ্ছে সাদ সাহেব আর উনার অনুসারিরা এখন নিজেদেরকে অনেকটা সংস্কারক ভুমিকায় দেখবেন। দ্বিনের মাঝে ময়লা ঢুকে গিয়েছে, এগুলো পরিষ্কার করা তাদের দায়িত্ব।


ইসলামের রাজনৈতিক ইখতেলাফ খুব দ্রুত মাসালাগত ইখতিলাফ থেকে আকিদাগত ইখতিলাফে চলে যায়। ইতিহাসে বলে।

এসব ব্যপারে সাইড না নিয়ে চুপ থাকা ভালো। এবং অধিকাংশ তবলিগের সাথিরা এখন চুপই আছে।

19-Feb-2018 11:44 am

Published
19-Feb-2018