আখিরুজ্জামান ব্যপারে আরো কিছু পয়েন্টস টু পনডার :
১
কোনো একটা নিদর্শনের কথা কোনো হাদিসে আছে। এটা আক্ষরিক নাকি রূপক?
রূপক ধরে যদি মিলান, তবে বর্তমান সময়ের কিছুর সাথে মিলাতে পারবেন।
এই সময়টা পার হয় যাবার পর পরের জেনারেশন আগের এই সব মিলকে বলবে "ভুয়া, ওগুলো কিছু না"। তারা নতুন করে আক্ষরিক ভাবে মিলের অপেক্ষা করবে।
নতুন জেনারেশনের কিছু লোক আবার বলবে এগুলো আসলে রূপক। তারাও তাদের সময়ের কিছুর সাথে রূপক ভাবে মিলাবে।
এভাবে চলতে থাকে। ইতিহাসে দেখেন, এরকম হাজার মিলের কাহিনী।
২
ইতিহাসে যত মসিহ-মাহদি দাবীদার এসেছে সবাই বলেছে দাজ্জাল রূপক। এর মাঝে আছেন আমাদের গোলম আহমেদ সাহেব, এবং রিসেন্ট আমাদের পন্নী সাহেব।
ফোরাত নদীর নিচ থেকে যে স্বর্ন উঠবে এটা কি রূপক? ইরাকের তেল বেরুনোর সময় সবাই ধরে নিয়েছিলো রূপক ভাবে এটা স্বর্নের সাথে মিলেছে। এর পর সেই সময় পার হয়ে গিয়েছে। এবং এখন আবার সবাই অপেক্ষা করছে আক্ষরিক ভাবে এটা হবার জন্য।
আগের তেলের ব্যখ্যার সাথে মিলে যে? সেটা এখন কিছু না। ভুল ছিলো।
৩
তবে লিটারেল কোনটা? যখন আর ব্যখ্যা লাগে না। মানুষকে কোনো ব্যখ্যা ছাড়া হাদিসটা বললে সংগে সংগে মিলটা দেখতে পারে। এত বেশি মিল যে আগে না জানলে তার সন্দেহ হতে থাকে, হাদিসটা কি সহি?
বর্তমান সময়ের এরকম মিল একটা হলো খালি পা রাখালদের উচু দালান নির্মান প্রতিযোগিতা। মক্কার টানেল। মক্কার দালান মক্কার পাহাড় থেকে উচু হওয়া।
এই মিলগুলো দেখালে এখন কেউ আপনাকে ইন্টিলেকচুয়াল, ইনসাইটফুল বলবে না। আগেও মিল দেখানো যেতো। কিন্তু তখন যে মিল দেখাতে পারতো তাকে বলা হতো ইনসাইটফুল। এমন কিছু উনি বুঝতে পারছেন, যেটা অন্য কারো চোখে ধরা পড়ে নি।
- Comments:
- ^ কনসটানটিনোপেলের পেছনে তোমরা এক শত্রুর সাথে যুদ্ধ করবে।
- ^ ঈসা আ: এর বর্শা? নাকি অন্য কোনো হাদিসের কথা বলছেন যেটা আমি এখনো জানি না?