১
সোশালিজম আর কমুনিজম দুটো এক ছিলো না। ৮০ এর দিকে কমুদের সাথে তর্কে হটাৎ করে তারা বলে উঠতো "এটা সোশালিজম, কমুনিজম না। দুটোর মাঝে পার্থক্য জেনে কথা বলবেন।"
কিন্তু পার্থক্য কি ছিলো, সেটা আমি আজো জানি না।
২
তবে তারা জানতো। তাদের রেগুলার "হালাকা" বসতো। বর্তমানের PDF এর বদলে তাদের ছিলো রাশিয়া থেকে ছাপানো বাংলা বই। "অ আ ক খ পুজিবাদ কি?" আমাদের ভাইয়েরা এখন যেমন পড়ে "গনতন্ত্র কি?"
৩
তাদের স্বপ্ন ছিলো বিপ্লব। এই সব আন্দোলন করে সমাজে পরিবর্তন আসে না। সব ভেঙ্গে নতুন করে গড়তে হবে। "সামন্তবাদী বর্জুয়া" ছিলো তাদের ভিলেন। এখন যেটা রিপ্লেস করেছে তাগুত্ব দিয়ে।
৪
আমার কাছে এই দু দলের ইমোশন একই লাগে। তাদের নিজেদের পাম্পড আপ রাখার প্রচেষ্টা। সমাজ বিরোধি ঘৃনা। সে রকম টার্মোলজি। সেগুলো দিয়ে নবিনদের এক্সইটেড রাখা।
৫
ছেলেরা এইসব দলে ঢুকে নিজেদের একটা আলাদা আইডেন্টিটি খুজে পেতো।
একটা পারপাজ, যার জন্য জীবন দিতে হয়।