Post# 1518945003

18-Feb-2018 3:10 pm


90s:

অনেক প্রশ্ন করতো,
: আচ্ছা প্রোগ্রামিং শিখতে হলে নাকি অংকে খুব ভালো হতে হয়?

জবাব দিতাম,
: ভুল ধারনা। শুধু যোগ বিয়োগ পুরন ভাগ পারলেই হয়। যেটা সবাই পারে।

: আমার একটা কম্পিউটার আছে শুধু গেইম খেলি। প্রোগ্রামিং করতে হলে এটায় হবে না, অনেক হাই পাওয়ারের কম্পিউটার লাগবে, ঠিক?

: না ভুল। বরং গেইম খেলতে সবচেয়ে হাই পাওয়ার লাগে। যে কম্পিউটারে টাইপ করতে পারবেন, সেটায় প্রোগ্রামিংও করতে পারবেন।

2018s:

এখন,
: প্রোগ্রামার হতে হলে কি শিখতে হবে?
: স্টেটিসটিকস, মেট্রিক্স, কেলকুলাস, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি...

: আমার লেপটপে নিউরাল নেটওয়ার্ক, মেশিন লার্নিং শিখতে পারবো না?
: না। অনেক হাই পাওয়ারের কম্পিউটার লাগবে। এই সবে হবে না।

#HabibTrend

18-Feb-2018 3:10 pm

Published
18-Feb-2018