বে-নামাজীদের মাঝে দুই ধরনের লোক আছে। ফাস্ট লাইফ লিড করতে চায় তাই নামাজ পড়ে না -- এটা এক ধরনের। এরা শুক্রবার জুম্মা হলেও পড়ে।
আর দ্বিতীয় হলো সে ঈমান হারিয়ে ফেলেছে কোনো কারনে এবং আল্লাহর কথা যা উনি রাসুলুল্লাহ ﷺ এর উপর নাজিল করেছেন তার উপর সন্দেহে পড়ে গিয়েছে। এরা সামাজিক চাপে কখনো নামাজ পড়লেও ওজু ছাড়া পড়ে।
আমার ছোটবেলায় ১ম টাইপের বে-নামাজী বেশি ছিলো।
এখন দ্বিতীয় টাইপের বেশি, যারা বিশ্বাস হারিয়ে ফেলছে।
আল্লাহ তায়ালা আমাকে এবং এই উম্মাহকে আসন্ন ফিতনা থেকে হিফাজত করুন।