"ঈদুল হুব্বু" নিয়ে যারা কনফিউশনে আছেন তাদের জন্য লিংক।
১
অরিজিনাল খবরের লিংক ও খবর।
https://www.alarabiya.net/ar/saudi-today/2018/02/14/%D8%A7%D9%84%D8%BA%D8%A7%D9%85%D8%AF%D9%8A-%D8%B9%D9%8A%D8%AF-%D8%A7%D9%84%D8%AD%D8%A8-%D9%85%D9%86%D8%A7%D8%B3%D8%A8%D8%A9-%D8%A7%D8%AC%D8%AA%D9%85%D8%A7%D8%B9%D9%8A%D8%A9-%D9%88%D9%84%D8%A7-%D8%AD%D8%B1%D8%AC-%D8%B4%D8%B1%D8%B9%D8%A7.html
এই নিউজের টাইটাল:
الغامدي: عيد الحب مناسبة اجتماعية.. ولا حرج شرعاً
^ উপরের আরবি টাইটালের অনুবাদ
আল-গামাদি : "ঈদুল হুব্বু পালন ঠিক আছে, শরিয়তে নিষেধ নেই।"
বা এর কাছা কাছি কিছু। আমি আলেম না।
আর এই টার্মটার আরো খবর পোষ্ট পাবেন টুইটারে "ঈদুল হুব্বু" হ্যশট্যগে।
https://twitter.com/hashtag/%D8%B9%D9%8A%D8%AF_%D8%A7%D9%84%D8%AD%D8%A8?src=hash
২
বিপরিত যুক্তি:
"এখানে ঈদ বলতে আনন্দ বুঝিয়েছেন, শরিয়ার ঈদ না। এবং শায়েখ এখনে ক্লিয়ার করে কথাটা বলে দিযেছেন। এর পরও আপনাদের চুলকায় কেন জানি না।"
^ এই ধরনের।
৩
তবে শায়েখ আল গামাদি এর আগেও বেশ "সাহসী ভুমিকা" নিয়েছিলেন পর্দা নিয়ে। "তাই উনি আগে থেকেই বিতর্কিত, সৌদির মূলধারার আলেম না।"
Well ঠিক। কিন্তু দুই বছর আগে যারা বিচ্ছিন্ন মতাবলম্বি ছিলেন তাদেরকে এখন সৌদি সরকার মেইনস্টিমে নিয়ে এসে হাইলাইট করে পেপারে টিভিতে লিড নিউজ করছে, এটা বড় খবর।
"ঈদুল হুব্ব" নামে নতুন একটা টার্ম পেয়েছি বলে এটা আমার কাছে আরেকটা ছোট খবর।
৪
"আমি নিজে তাদের থেকে বেশি সাধু না"
"আলেমরা দেখবেন"
"যুক্তি আছে"
...
"whatever."
- Comments:
- https://www.facebook.com/habib.dhaka/posts/10155292475003176
- অ