Post# 1518856308

17-Feb-2018 2:31 pm



in short,
  • ওজু ছাড়া কোরআন তিলওয়াত করা যাবে, কিন্তু গোসল ফরজ এমন অবস্থায় করা যাবে না।

    - মোবাইলে যখন কোরআন শরিফের আয়াত ভেসে উঠে, তখন স্ক্রিনের ঐ জায়গাটা ওজু ছাড়া স্পর্শ করা যাবে না। অন্য জায়গায় করা যাবে।


    এরকম ওজু ছাড়া কোরআন শরিফ [আরবরা যাকে বলে মুসহাফ] স্পর্শ করা যাবে না।

    কিন্তু ধর্মিয় বাংলা বই, এর মাঝে মাঝে কোরআন শরিফের আয়াত আছে, সেগুলো?
    এই বিষয়ে এই মাসলায় কিছু উল্লেখ করা হয় নি, তাই আমিও কিছু বললাম না।
    জেনে নিবেন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • ^ ফারাজী সাহেবের উত্তর। তাই হানাফি ফিকাহ। সালাফিদেরও প্রায় এই রকম। কিন্তু সালাফিদের মিশরি বা মর্ডানিষ্ট ধারায় কিছু পার্থক্য আছে যেটা এখানে উল্লেখ করলাম না।

    17-Feb-2018 2:31 pm

  • Published
    17-Feb-2018