Post# 1518851611

17-Feb-2018 1:13 pm


"পড়া না পারায় এমন শাস্তি!"


প্রথম আলুর প্রতিবেদন। "পড়া দিতে না পারায় বরিশালের উজিরপুর উপজেলার শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রকে (১২) বিদ্যালয়ের দেয়ালে মাথা ঠুকিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। "

খুশি হয়ে গেলাম। মানুষ বলে ছাত্র পিটানিকে গ্লোরিফাইড কাজে পরিনত করা শুধু আমাদের মাদ্রাসাগুলোর কাজ। এখন স্কুলেও একই অবস্থা। তাহলে এটা আমাদের জাতীয় সমস্যা, মাদ্রাসাগুলোর আলাদা কোনো দোষ নেই।

এর পর কন্টিনিউ করলাম, "...এ অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক এর বিরুদ্ধে।... হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

ও আচ্ছা।

তবে খবরটা আমাকে চেপে যেতে হবে। ঘুরে ফিরে ঐ একই দিকে আংগুল যেহেতু।


শিক্ষকের কোনো ব্যবস্থা হবে? না বাপ-মা চেপে যাবে। স্যারে পিটাবে না তো কে পিটাবে? বাপ-মা বলবে "একটু বেশি পিটিয়ে ফেলেছে। এমন করা উচিৎ হয় নি। সবই কপাল।"


কারো বৌ পরকিয়া করে ধরা খাবার পর যখন পড়ি ... "বৌকে অনেক বুঝানোর চেষ্টা করে, বিরত রাখার জন্য চেষ্টা করে ..." তখন ঐ স্বামিকে 'দাইউস' ধরে নেই।

তবে নিজের সন্তানকে স্যার পিটিয়ে আহত করে ফেললে যারা "স্যারকে বুঝানোর" চেষ্টা করে তাদের জন্য আমি কোনো টার্ম ব্যবহার করি না।


আমার দোষ, take it lightly.

17-Feb-2018 1:13 pm

Published
17-Feb-2018