Post# 1518637006

15-Feb-2018 1:36 am


আকিদা - ৫ : আশারি-আথারি

২১
আমার মত ভুল হতে পারে। এবং আমি বুঝতেও পারবো না যে ভুল। কিন্তু অধিকাংশের মত কি? অধিকাংশ মুসলিমরা কোন দিকে?

ইতি মধ্যে শায়েখ মতিউর রহমান মাদানি উনার ভিডিওগুলো ইউটুবে আপলোড করা আরম্ভ করছেন ২০১০ এর দিকে। এবং এগুলোতে উনি বলছেন এই উপমহাদেশের দেওবন্দি আলেমগন সবাই বাতেল, ভুল শিক্ষা দেন, বিপথগামী। কারন তারা কুফরি আশারি আকিদায় বিশ্বাসি।

বাংগালি যুবকরা এর পাচ বছর পরে এসে কমেন্ট করে যাচ্ছিলো "উপমহাদেশের কিছু আলেমরাই শুধু আশারি-মাতুরিদি। অন্য জায়গার হানাফিরাও আশারি না।"

তবে Exaggeration ফেসবুকে নতুন না। অভিজ্ঞতা আছে এ দৃশ্য দেখার যে ইচ্ছাকৃত কেউ ফেসবুকে ভুল তথ্য দিচ্ছে কারন তাদের দাবি, "এতে শেষ পর্যন্ত মানুষ হকের উপর আসবে"।

সাবধানে পা ফেলতে হয়।

২২
তবে মুসলিমদের কত পার্সেন্ট আশারি? প্রথম প্রশ্ন হানাফিদের মাঝে আশারি যারা না তাদের শিক্ষা কি?

এদের পাওয়ার প্রথম উপায় ধারনা করলাম ইসলাম-কিউএর হানাফি সাব-সেকশন হবে। কারন আমার বিশ্বাস ছিলো হানাফিদের মাঝে নন-আশারিকেই তারা আনবে। যেহেতু এটা তাদের কাছে ঈমান আর কুফর এর মাঝে পার্থক্য।

সাইটে ঢু মারলাম। এবং অবাক হয়ে দেখলাম হানাফি সেকশনে সবাই আশারি-মাতুরিদি। এবং সেই আলেমগন ধুমিয়ে ধোলাই করেছে আথারিদের।

বুঝলাম "শুধুমাত্র এই উপমহাদেশের কিছু লোক আশারি এবং বাকি দুনিয়ার সব আথারি", এটা ভুল তথ্য।

২৩
অন্যান্য মাজহাবে? শাফি মাজহাবের অনুসারিরা সুফিবাদের অনুসারক হানাফিদের থেকেও বেশি। তাদের মত কি? এরা যদি আশারি না হয় তবে বুঝবো শুধু হানাফিরাই আশারি। আর কেউ না।

খুজলাম। পেলাম শাফিরাও সবাই আশারি। সংগে তাদের সব বড় বড় ইমামদের নাম আশারিদের লিষ্টে।

২৪
শেষে মালিকি। লাষ্ট রিসোর্ট হিসাবে আমি মালিকি মত দেখি কারন তারা দুনিয়ার উল্টো প্রান্তে আফ্রিকায় থাকে। তাই হানাফিদের দ্বারা প্রাভাবিত হবার আশংকা মুক্ত। এরা আথারি হলে ধরে নেবো উম্মাহ ৫০-৫০% এ বিভক্ত।

খুজলাম। পেলাম। মালিকিরা সবাই আশারি। এটা ছিলো আমার কাছে শকিং!

লিংকগুলো এই পোষ্টে শেয়ার করেছিলাম।

https://www.facebook.com/habib.dhaka/posts/10154580333313176

২৫
এখন প্রশ্ন দাড়ালো আশারি না কারা? পেলাম হাম্বলিদের কিছু অংশও আশারি।
তাই তিন মাজহাব + হাম্বলিদের কিয়দাংশ আশারি।
সালাফি + হাম্বলিদের বাকি ও মূল অংশ আথারি।

আমার হিসাবে মুসলিমদের ৯০% আশারি।
বাকি ১০% আথারি।

#HabibAqida

15-Feb-2018 1:36 am

Published
15-Feb-2018