Post# 1518595451

14-Feb-2018 2:04 pm


হকার:
এককালে বাসার মহিলারা খুটি নাটি জিনিসপত্র কিনতো গলির হকারদের থেকে।


আগে,
তারা রাস্তায় রাস্তায় পসরা নিয়ে ঘুরে। আর ডাক শুনে মহিলারা ডেকে ঘরের গেটের কাছে নিয়ে জিনিস যাচাই করে দামাদামি করে। পর্দানশীলরা বাচ্চাদের মিডিয়া হিসাবে ব্যবহার করে।


এখন,
পসরা নিয়ে হকাররা এখনো রাস্তায় রাস্তায় ঘুরে। কিন্তু হাক দেয় না। অনলাইনে অর্ডার দেয়া আছে, তারা শুধু ডিস্ট্রিবিউটর।

মহিলারা দামাদামি করে না। লাভের গুড় খায় দারাজ-পিকাবু।


ঢাকার একজন রিকশাওয়ালা দিনে ১ হাজার টাকা কামায়। এই ডিস্ট্রিবিউরদের প্রতিদিনের কামাই কত? এর অর্ধেকও না। কিন্তু এতে সম্মান আছে। রিকশাচালনায় সম্মান নেই।

এই লাভের গুড় সেন্ট্রাল কম্পানিতে যাওয়ার চল বাড়তে থাকবে টেকনলজি যত এগুতে থাকবে তত। সেন্ট্রাল কম্পানি সব নিয়ন্ত্রন করে। বাকি সবাই এর pawn.


মেট্রিক্স, কেলকুলাস, স্টেটিসটিকস এগুলো এক যুগে ছিলো থিউরিটিক্যল জ্ঞান। প্রেকটিক্যলি যার প্রায় কোনো ব্যবহার নেই। নিজে শিখে অন্যকে শিখানোকে পেশা হিসাবে চালানো যায়। বাংলা ব্যাকরনের মত।

এখন এগুলো ছাড়া বাকি সব চাকরির বাজার সংকুচিত হয়ে আসছে।


টেকনলজি আসে, টেকনলজি যায়।
সমাজ পরিবর্তিত হয়।
আমাদের এডপ্ট করে নিতে হয়।

    Comments:
  • This article says, the existing ones aren't stone made permanent structure like the one they are going to build now.

14-Feb-2018 2:04 pm

Published
14-Feb-2018