Post# 1518352982

11-Feb-2018 6:43 pm


আকিদা - ৪

১৬
এক সময় সিদ্ধান্ত নিলাম আমি আমার অবস্থান পরিবর্তন করবো। কোরআন শরিফে যেখনে বলা হয়েছে উনি প্রতিটা মানুষের সাথে আছেন সেখানে উনার ইলম দ্বারা বুঝিয়েছেন এবং এটাই এক মাত্র ব্যখ্যা।

কিন্তু নিজের অবস্থান পরিবর্তন করার আগে কনফার্ম হয়ে নিতে হয়। যাদের চাপে পড়ে আমি অবস্থান পরিবর্তনের কথা চিন্তা করছি তারাই দু'দিন পরে নতুন কোনো কথা নিয়ে আসবে না তো? বা তারা নিজেরাই আবার অবস্থান কি পরিবর্তন করবে কি? আমি তখন ফলস পজিশনে পড়ে যাবো। যেমন এর আগে তকলিক করা নিয়ে হয়েছে?

১৭
বুঝলাম নিজে বুঝে করতে হবে। আরেকজনের কথায় প্রভাবিত হয়ে বিশ্বাস পরিবর্তন করা যাবে না।

কোরআন শরিফ নিয়ে বসলাম। ঐ সময় পর্যন্ত যতটুকু কোরআন শরিফ মুখস্ত ছিলো তাতে কমপক্ষে ছয় জায়গায় আল্লাহ তায়ালা আরশের বাইরে অন্য কোথাও আছেন সেটা উল্লেখ আছে। সবগুলো আবার পড়ে দেখলাম। হ্যা। কেউ যদি ব্যখ্যা করতে চায় তবে বলতে পারে এই সব জায়গায় উনার জ্ঞানের কথা আলোচনার হয়েছে।

১৮
ডবল ব্লাইন্ড টেষ্ট বলে একটা কথা আছে।

11-Feb-2018 6:43 pm

Published
11-Feb-2018