একটা স্ট্রাগাল, কষ্ট, কনফিউশনের মাঝে আমরা বড় হই।
কখনো মনে হয়: এই এটা হলেই সব হলো।
জীবন চলে এর পরও, ওটা না হলেও।
নিশ্চিৎ বলে কিছু বিশ্বাস করি।
দেখা যায় সেগুলো অত নিশ্চিৎ না।
যা পেলে আনন্দিত হবো মনে করি,
পেলে পেয়েছি, কিন্তু অত ভালো না।
যে কষ্ট মনে হয় সহ্য করার থেকে মাটি চাপা ভালো,
সেটা আসে, যায়। গায়ের সাথে লেগে থাকে না।
মনেও থাকে না।
এর পরও দাড়িয়ে থাকার উপায় নেই।
আমরা পথ চলি।