Post# 1518192647

9-Feb-2018 10:10 pm



এখন আমি সাহস করে "আকিদার ব্যপারে তকলিদ নেই" ধরে নিয়ে কোরআন পড়ে আমি নিজে কি বুঝলাম এর উপর লম্বা আলোচনা আরম্ভ করতে পারি।

এর পর কুফরি ফতোয়া আসতে 3 ... 2 ... 1 ... সেকেন্ড লাগবে। এবং এটা আমি এখানে লিখে দিলাম।


আর আমি কি বুঝি সেটা বাদ দিয়ে যদি "অমুকে বলেছে ঐ, তমুকে বলেছে সেই" বলি?

তকলিদ!


যদি চুপ থাকি?

যখন কেউ জিজ্ঞাসা করবে "ভাই বলেন তো আল্লাহ কোথায়?" আমি যাই জবাব দেই না কেন কুফরি ফতোয়া খাওয়ার আশংকা আছে। "জানি না" "ভাবি না" এধরনের ইন্টিলেকচুয়াল জবাব দিলেও।


"ভাই কথা বলার আগে আকিদার কিতাব পড়ে জেনে নিন। আপনাদের মত পাবলিকদের মনগড়া বানোয়াট কথার জন্য ইসলামের আজকে এই অবস্থা।"

ভালো কথা। ঐ কিতাব লিখকের তকলিদ কি তাতে হবে নাকি হবে না?


জানা নেই।

9-Feb-2018 10:10 pm

Published
9-Feb-2018