"নেহাল কেন বেহাল, মাসুদ কেন নাস্তিক"
১
কোটেশনটা দেখে কারন খুজে বের করলাম। Whatever. এ রকম কেইসে সব জায়গায় একটা কমন এলিমেন্ট দেখি। তা হলো চেতনা।
কওমি শিক্ষা কোনো মুক্তির সার্টিফিকেট না। কিন্তু চেতনা বিভ্রান্তির সার্টিফিকেট। Proven.
২
reddit এ যখন গালা-গালি ঝগড়া বেড়ে যায় তখন অনেকে বলে আগের শান্তির পরিবেশ পেতে ছোট সাবগ্রুপগুলো খুজে নাও। যেখানে মানুষ কম। সেগুলোতে সিভিল ডিসকাশন পাবে।
ভীড় বাড়লে হট্টগোলও বাড়ে। এটা পুরানো কথা। এক্সট্রাপোলেট করলে, হয়তো মুসলিমদের মাঝে বর্তমানকার ফিতনা-বিভ্রান্তি-অন্তর্দন্ধ আগের থেকে বেশি না। শুধু ফেসবুকে ভিড় বেড়ে গিয়েছে বলে, এখানে হট্টগোলও বেড়েছে। স্বাভাবিক সাইড ইফেক্ট।
Gone are the days যখন ফেসবুকে <...এখানে সুন্দর সুন্দর স্মৃতিচারন বসবে>
৩
আচ্ছা, এই সমস্ত অন্তর্দন্ধ থেকে নিজেকে বাচিয়ে এখন পথ চলার সহজ উপায় কি?