"যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুম:
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চিৎকারে।"
১
শিক্ষা? অধিকার কেউ কাউকে সেধে দেয় না। এটা আদায় করে নিতে হয়। একটা দুধের শিশুও চিৎকার না করলে মা তাকে দুধ দেয় না। তাই ঘরে বসে থাকলে হবে না। আন্দোলন প্রতিবাদ করে নিজের অধিকার আদায় করে নিতে হবে।"
২
উপরের গুলো আমার কথা না। শোনা কথা। বহু বার। যারা আন্দোলন করে তাদের যুক্তি। পোষ্ট করলাম যুক্তি-পাল্টা যুক্তির অংশ হিসাবে।
এই ধরনের কথা আমাকে প্রভাবিত করে না। যুক্তি, পল্টা যুক্তি, পাল্টা-পাল্টা যুক্তি এতবার শুনেছি যে অন্তর এগুলো রেজিস্ট হয়ে গিয়েছে। হাজার বিপরিত মুখি যুক্তির মাঝে আমি কোনটা অনুসরন করবো সেটা ঠিক করে রেখেছি প্রথম এগুলো শোনার সময়। তাও বহু বছর আগে।
৩
তাহলে এর বিপরতি যুক্তি কি?
"তোমার অধিকার কি, এটা কে নির্ধারন করে দেবে? তুমি নিজে? তোমার বাড়ির পাশের চৌধুরি সাহেবের টাকায় তোমার অধিকার আছে না? কেউ খাবে তো কেউ খাবে না? সেই টাকা আদায় করবে না?
অধিকার নেই? যদি কেউ বলে আছে এবং তোমাকে ডাক দেয় সেই আধিকার আদায় করতে তখন কি করবে?"
মেনারস জাষ্টিস এগুলো যুগ যুগ ধরে শিখিয়ে এসেছে ধর্ম। সহজ কথায় আল্লাহ তায়ালা উনার হাজার নবী রসুলদের দিয়ে।
কবিদের কাছ থেকে এগুলো আমরা শিখি না।
অধিকার আদায় করতে গিয়ে মজলুম থেকে জালেম হয়ে যেতে বেশি সময় লাগে না।
৪
এর পাল্টা-পাল্টা যুক্তি আছে না? আছে! বলতে হবে?