Post# 1518083208

8-Feb-2018 3:46 pm



পরিস্থিতি যখন নামতে নামতে তলানিতে ঠেকে এর পর আর নিচে নামার উপায় নেই। শুধু এক দিকেই যেতে পারবে সেটা উপরে। ঠিক?

না ভুল। কোনটা তলানী সেটা বুঝার উপায় নেই। ভুল তলানি ধারনা করাটা ফ্রিকুয়েন্ট।


খৃষ্টানদের সাথে মুসলিমদের এখানে একটা বড় তফাৎ। বাতাসের ধাক্কা খৃষ্টানদের খুব বেশি টলায় না। কিন্তু মুসলিমদেরকে একেবারে বাকা করে দেয়। এর পর দমকা ধাক্কা চলে গেলেই মুসলিমরা আবার সোজা হয়ে দাড়ায়।


মসজিদে একজন ঢুকেই প্রতিদিন হেই হই করে মুসুল্লিদের সাথে চিল্লা চিল্লি আরম্ভ করে। বেরুনোর সময়ও চিল্লা চিল্লি করে বেরোয়।

তাকে দেখে আমি যদি মনে করি মুসুল্লিদের সাথে আমি অল্প ঝগড়া করলে দোষ নেই। এই সমান্য পাপ আল্লাহ তায়ালা ক্ষমা করে দেবেন, তবে এটা হবে ভুল ধারনা।

ঐ লোকের উপর আযাব আসবে না।
কিন্তু সামান্য পাপ করলে আমার উপর আসবে।

8-Feb-2018 3:46 pm

Published
8-Feb-2018