১
হতাশা পন্থি হিসাবে [ আমি বলি বাস্তবপন্থি ] আমি আজকে কিছু হবে বলে মনে করি না।
এর থেকে বড় ঘটনা ঘটে গিয়েছে ৫ই মে, ৫ই জানুয়ারি -- কিছু হয় নি। Life goes on.
২
On the other hand, এরশাদের সময় প্রতি শীতে আন্দোলন হতো। প্রতি বছর মনে করতাম এই শেষ এবার পতন। কিছু হতো না।
এর পর এক সময় ধরে নিলাম "কিছু হবে না। কত অন্দোলন আসলো গেলো।" তখনই খবর আসলো পতনের।
৩
কিছু বলার নেই। শুধু কলরবের গান শেয়ার করলাম। গান কবিতা দিয়ে যুদ্ধ বিজয়ী হওয়া যায় না। কেবল কর্মিদের পাম্পড আপ রাখা যায়। তাদেরকে স্বপ্ন দেখিয়ে কাজ করানো যায়।
সারকাস্টিক্যলি পোষ্ট করছি। তোমরা যারা কলরবকে পেছেন ধরে রাখতে চাও [কলরবর প্রাক্তন সদস্যদের মাঝে বিদ্রোহি গ্রুপ] তোমাদের জন্য হুশিয়ারি।
https://www.youtube.com/watch?v=8a7NpExQM5Q