Post# 1517933466

6-Feb-2018 10:11 pm


কমেন্টে ভারতে শিশু কিডন্যপ ঘটনার বর্ননা। ছেলেটাকে কিডন্যপ করে খুব ভালো ফ্লেটে রেখেছিলো কারন তারা জানে ছেলে সুস্থ আছে এই প্রমান যদি না দিতে পারে তবে বাপে টাকা দেবে না।

বাংগালিরা ফোন পেয়েই আগে টাকা দিয়ে দেয়। তাই অপহরনকারীরা অপহরন করেই বাচ্চাকে খুন করে ফেলে দেয়। কে যায় হোটেল ভাড়া করতে? এরপর ফোন করে বলে আপনার বাচ্চা আমাদের কাছে।

বাচ্চা সুস্থ আছে এই প্রমান না পেয়ে শুধু ইমোশোনাল হয়ে মানুষ যদি টাকা না দিতো, তবে বাচ্চাকে অপহরন করেই খুন করা হতো না।

কমেন্টে ভারতের কাহিনী। আর আমাদের ঢাকার কাহিনী। ঢাকার কাহিনীটা আমাদের বাড়ির পাশে।

পুলিশের কাছে প্রথমেই যেতে হবে। অপহরনকারীরা যত যাই ভয় দেখাক না কেন। যদিও পুলিশকে আমি অপহরনকারীদের থেকে বেশি বিশ্বাস আমি করি না। এর পরও।

6-Feb-2018 10:11 pm

Published
6-Feb-2018