এক সময় মনে হয় যুক্তি, পাল্টা যুক্তি, পাল্টা-পাল্টা যুক্তি, পাল্টা-পাল্টা-পাল্টা যুক্তি যত লেভেলে আছে সব পোষ্ট করে অবসর নেই।
সন্তানদের এগুলোর মুখো মুখি হয়ে বিভ্রান্ত হবার সম্ভাবনা কমে যাবে। উত্তরগুলো তাদের জানা থাকবে।
এর পর চিন্তা করি এরকম করলে মানুষের হাবি যাবি প্রশ্ন-প্রতিবাদ কমেন্ট ভরে যাবে। যেটা সামাল দিতে আমাকে চুপ করে যেতে হবে।
আর যদি প্রাইভেটলি পোষ্ট করি? সন্তান আর তাদের সন্তানদের যখন এগুলো বুঝার বয়স হবে তখন তাদেরকে ফ্রেন্ড লিষ্টে এড করার জন্য আমি বেচে থাকবো না। যদি পড়ে তবে তারা নন ফ্রেন্ড ফলোয়ার হিসাবেই পড়বে।