"একটাও রয়্যাল গুলি কিনতে পারি নি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে চৌধুরি বাড়ির ছেলেরা"
১
এখন রয়্যাল গুলি লাঠি লজেন্স সবই আল্লাহর রহমতে কিনতে পারি।
কিছু দিন পরে কি হবে সেটা আল্লাহ জানেন।
But does it matter? ঐ অক্ষমতাকে যত দূর্ভাগা, বঞ্চনা আর হতাশার মনে হতো ঐ সময়ে, এখন আর সেটা মনে হয় না।
সময়ের কষ্ট মনুষের সম্পদ হিসাবে জমা থাকে।
২
এ দেশের বুকে সবচেয়ে বেশি কষ্ট লাগে কাকে দেখলে জানেন?
প্রীজন ভ্যনে যারা দাড়িয়ে ঐ ছোট্ট খুপড়ি দিয়ে শহরকে দেখে তাদের দেখলে।
হয়তো সে বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, যেখানে তার মা আছে বৌ আছে সন্তনরা আছে। সে জীবত কিন্তু দায়িত্ব পালেন ব্যর্থ। অক্ষমতার কষ্ট।
এদের কেউ কেউ পাপ করেছে এখন দুনিয়াতে শাস্তি পাচ্ছে।
এদের বড় অংশ কোনো দোষ করে নি, আল্লাহ তায়ালা দুনিয়াতে তাদের শাস্তি দিচ্ছে আখিরাতে উপরে তোলার জন্য। যত উপরে সে শুধু নেক আমল কখনো উঠতে পারতো না।
৩
অবুঝ আমি যখন বুঝি তখন বেশি বুঝি।
আর যখন বুঝি না, তখন ডানও বুঝি না বামও না।
- Comments:
- FAQ: "চৌধুরি বাড়ি না, লস্করবাড়ি"