Post# 1517676414

3-Feb-2018 10:46 pm



আব্দুল ওহাব সাহেবের ভিডিওর কথা : "যখন সাদ একবার আমাকে একথা বলল যে "আমাকে বড় হিসাবে মান।" আমি পেরেশান হয়ে গেলাম। আমি পেরেসান হয়ে ভাবতে থাকলাম যে কোন গুনাহ তার হয়ে গেল যার কারনে সে এটা কথা বলল? পুরা খানদান ধংস হয়ে যাবে! ব্যবসায়ীদের এটা স্বভাব যে তারা চায় কাজ যেন আমাদের হাতে থাকে। এখানেই মূল সমস্যা।"

মুল সমস্যা আমিও এখানেই দেখি। যার কোনো সমাধান নেই।

উলামা কিরামগন যে পয়েন্টগুলো নিয়ে এসেছেন সেগুলো সুক্ষ্ম। তাই উলামাদের ব্যপার। আমার বুঝতে গেলে সমস্যা বাড়বে।


৭৯ সালে যখন দেওবন্দে বিভাজন আরম্ভ হয় তখন একই সাথে সারা দুনিয়ার মুসলিম দেশগুলোতে গন্ডগোল আরম্ভ হয়। যেগুলো এখন ইতিহাস।

১৩-১৫ এর দিকে যখন এই দেশে মুশফিক স্যারের সাথে গন্ডোগোল আরম্ভ হয় তখন একই সাথে চলে দেশে টালমাটাল অবস্থা। যেগুলোর আলোচনাও এখন নিষিদ্ধ।

এখন সারা দুনিয়ার তবলিগে বিভাজন চলছে। এর সাথে কিছু যদি আসে তবে সেটা আমরা দেখতে পারবো।


একটা সম্পর্ক আছে। আমি আরো উদাহরন টানতে পারতাম, কিন্তু এখানে দাগ টানলাম।

3-Feb-2018 10:46 pm

Published
3-Feb-2018