১
আন্ডারগ্রাউন্ড দলগুলোর সাথে আমার প্রথম এবং সবচেয়ে বড় পার্থক্য হলো তাদের "তাকফির"। তাদের মতে এরা ওরা তারা সবাই কাফের কারন তারা মুসলিম দাবি করলেও এই এই আয়াত মানে না তাই কাফের।
এর পর আমি যাই বলি না কেন তারা বলবে "এই হাদিস মাসলা হুকুম নিষেধগুলো এখানে খাটে না, কারন ঐ সব জায়গায় মুসলিমদের কথা বলা আছে। আর আমরা যুদ্ধ করছি কাফেরদের বিরুদ্ধে।"
২
এই মুহুর্তে তারা একটু ঠান্ডা আছে। কিন্তু হাদিসের কিতাব সমুহ বলছে সামনের সময়টা তাদের। মুসলিমদের মাঝে বহু দল দাড়িয়ে যাবে, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে। এবং যে যুদ্ধ করতে অস্বিকার করবে তাকে তলোয়ার দিয়ে ভয় দেখিয়ে ময়দানে দাড় করিয়ে দেয়া হবে, "হয় তুমি আমাদের সাথে যুদ্ধ করবে, নয়তো তোমার মৃত্যু দন্ড।"
৩
এর একটা ফেইজ আমরা দেখে শেষ করেছি। আমার বিশ্বাস পরবর্তি ফেইজগুলো হবে আরো বিস্তৃত, আরো ব্যপক। কিন্তু তাদের মাঝে ঐ দোষগুলো থাকবে না, যেই দোষগুলো দিয়ে আগের দলগুলোর সমালোচনা আমরা করতাম।
সহজ কথায় পুরানো পয়েন্ট দিয়ে নতুন দলগুলোর সমালোচনা করা যাবে না। নতুন পয়েন্ট আনা ছাড়া। এবং তারা তখন বলবে "এগুলো নতুন কথা। আপনারা কাপুরুষ তাই এই সব কথা বলছেন।"
কিন্তু দিনের শেষে এই দলগুলো মুসলিমদের সাথে মুসলিমদের যুদ্ধেই লেগে থাকবে।
গত ৪০ বছরে দেখা তিন চারটা ঢেউ দিয়ে আমি উদাহরন দিতে পারতাম। কিন্তু বাদ দিলাম। Looking forward.