প্রসংগ : ২০১৯
১
"মক্কায় এক লোক আশ্রয় নেবে তাকে হত্যা করা হবে এবং এর কিছু কাল পরে আরেকজন আশ্রয় নেবে..."
প্রথম আশ্রয় প্রার্থি যাকে হত্যা করা হয়েছে সেটা ১৯৭৯ সালের ঘটনা। এবং এর বুরহান البرهة পরে মানে ৩৩ থেকে ৪০ বছর। ৭৯+৩৩ = ১২, ৭৯+৪০=১৯
সমস্যা:
২
ফিলিস্তিনের এক শায়েখ খালিদ মাগরিবির একটা ভিডিও আছে নেটে যেখানে উনি বলেছেন ১৯ এ আসবে কিনা এটা নিয়ে একজন [আমি ধরে নিচ্ছি উনি নিজের কথাই বলছেন, কিন্তু ইনডাইরেক্টলি] রাতে শুতে গিয়েছেন এই দোয়া করে হে আল্লাহ উনি ১৯ শে আসলে আমাকে জানান না আসলেও জানান। এর পর একই সপ্তাহে ভিন্ন ভিন্ন দুই জন এসে বলেছেন আমরা রাসুলুল্লাহ ﷺ কে স্বপ্নে দেখেছি এবং বলেছেন উনি তোমাদের মাঝে আছে। ভিডিও কমেন্টে।
সমস্যা:
- শায়েখ খালিদ এর আগেও অনেক কথা বলেছিলেন, যেমন "মাহদি মরক্কোতে আছেন" "উনি আমাদের সাথে আছেন" এরকম অনেক কিছু। আগের কথাগুলো পরের কথার গুরুত্ব একটু হলেও কমিয়ে দেয়।
- ৭৯ সালে জুহাইমান মক্কা দখল করার আগে কনফিউশনে ছিলেন। তখন উনার সংগি এসে বলতে থাকেন আমি রাসুলুল্লাহ ﷺ কে স্বপ্ন দেখেছি এবং উনি বলেছেন কাহতানিই মাহদি। এরকম একজনের পর একজন বলতে থাকে এমন কি ১৮ জন এসে একই স্বপ্নের কথা বলে। জুহায়মান তখন এটা বিশ্বাস করে। এবং এই ফিতনায় জীবন দেয়। তাই এখানে সাবধানতার অবকাশ আছে।
- Comments:
- https://www.youtube.com/watch?v=e5suz6Qpa5g
- জীবিকা অর্জনের জন্য যাত্রা বলতে আমরা ভিন্ন দেশে যাত্রা বুঝি যদিও।