Post# 1517586313

2-Feb-2018 9:45 pm


প্রসংগ : ২০১৯


"মক্কায় এক লোক আশ্রয় নেবে তাকে হত্যা করা হবে এবং এর কিছু কাল পরে আরেকজন আশ্রয় নেবে..."

প্রথম আশ্রয় প্রার্থি যাকে হত্যা করা হয়েছে সেটা ১৯৭৯ সালের ঘটনা। এবং এর বুরহান البرهة পরে মানে ৩৩ থেকে ৪০ বছর। ৭৯+৩৩ = ১২, ৭৯+৪০=১৯

সমস্যা:

  • বুরহান মানে ৩৩ থেকে ৪০ বছর এটা পাচ্ছি না।
  • নেটে অনেকে এটা ৩০ বছর দাবি করেছে। মানে ২০০৯ থেকে আরম্ভ।
  • ডিকশনারিতে এটাকে হাজার বা মিলিয়ন বছর বলা হয়েছে। এটা ইগনোর করলাম।
  • ৭৯ এ যিনি মক্কা দখল করেছিলেন উনাকে উলামারা ভালো লোক বলেন নি। শায়েখ উসামা উনার প্রশংসা করেছেন বলে যা প্রচারিত, সেটা এক্সেপশন।
  • ভিন্ন হাদিসে এই মৃত্যুদন্ড প্রাপ্ত ব্যক্তির আরো বর্ননা দেয়া হয়েছে। উনার নাম দেয়ে হয়েছে, নফসে জাকিয়া, পবিত্র আত্মা। খুবই ভালো লোক। এবং উনার মৃত্যুতে আসমান জমিনবাসি দুঃখিত হবে। উনাকে মদিনার গেটের কাছে বা মক্কার গেটের কাছে মেরে ঝুলানো হবে। অনেক কিছু। এগুলো কিছু হয় নি। সামনে হবে বলা হয়েছে। এবং মাহদির আগে এবং এটা হবে উনার আসার একটা স্পষ্ট নিদর্শন। আমি এই ব্যাখ্যাটি নেই।


    ফিলিস্তিনের এক শায়েখ খালিদ মাগরিবির একটা ভিডিও আছে নেটে যেখানে উনি বলেছেন ১৯ এ আসবে কিনা এটা নিয়ে একজন [আমি ধরে নিচ্ছি উনি নিজের কথাই বলছেন, কিন্তু ইনডাইরেক্টলি] রাতে শুতে গিয়েছেন এই দোয়া করে হে আল্লাহ উনি ১৯ শে আসলে আমাকে জানান না আসলেও জানান। এর পর একই সপ্তাহে ভিন্ন ভিন্ন দুই জন এসে বলেছেন আমরা রাসুলুল্লাহ ﷺ কে স্বপ্নে দেখেছি এবং বলেছেন উনি তোমাদের মাঝে আছে। ভিডিও কমেন্টে।

    সমস্যা:

  • স্বপ্ন দুটোর বর্ননা সত্য হলেও এটা ১৯ বুঝায় না। কারন সেখানে ১৯ শে আসবে বলা হয় নি।

    - শায়েখ খালিদ এর আগেও অনেক কথা বলেছিলেন, যেমন "মাহদি মরক্কোতে আছেন" "উনি আমাদের সাথে আছেন" এরকম অনেক কিছু। আগের কথাগুলো পরের কথার গুরুত্ব একটু হলেও কমিয়ে দেয়।

    - ৭৯ সালে জুহাইমান মক্কা দখল করার আগে কনফিউশনে ছিলেন। তখন উনার সংগি এসে বলতে থাকেন আমি রাসুলুল্লাহ ﷺ কে স্বপ্ন দেখেছি এবং উনি বলেছেন কাহতানিই মাহদি। এরকম একজনের পর একজন বলতে থাকে এমন কি ১৮ জন এসে একই স্বপ্নের কথা বলে। জুহায়মান তখন এটা বিশ্বাস করে। এবং এই ফিতনায় জীবন দেয়। তাই এখানে সাবধানতার অবকাশ আছে।

      Comments:
    • https://www.youtube.com/watch?v=e5suz6Qpa5g
    • জীবিকা অর্জনের জন্য যাত্রা বলতে আমরা ভিন্ন দেশে যাত্রা বুঝি যদিও।

    2-Feb-2018 9:45 pm

  • Published
    2-Feb-2018