বেহেশতি জেওর থেকে:
১৫৷ মাসআলা: এ’তেকাফ অবস্থায় বিনা যরুরতে দুনিয়াদরীির কাজে লিপ্ত হওয়া মকরুহ্ তাহরিমি৷ যেমন, বিনা যরুরতে কেনাবেচা, বা ব্যবসা সংক্রান্ত কোন কাজ করা৷ অবশ্য যে কাজ নেহায়েত যরুরী যেমন, ঘরে খােরাকী নাই, সে ব্যতীত বিশ্বাসী কোন লোকও নাই, এমতাবস্থায় কেনাবেচা জায়েয আছে, কিন্তু মালপত্র মসজিদে আনা কোন অবস্থায়ই জায়েয নাই-যদি উহা মসজিদে আনিলে মসজিদ খারার হওয়ার কিংবা জায়গা আবদ্ধ হওয়ার আশংকা হয়৷ অন্যথায় কেহ কেহ জায়েয বলিয়াছেন৷
- Comments:
- আমি এতেকাফে বসি নি। সত্যি সত্যি কেউ এতেকাফে বসলে তার ফেসবুক করার মত মানসিকতা থাকে না। অন্তর পবিত্র হয়ে যায় বলে।
- এ ব্যপারে ভিন্ন ভিন্ন মত আছে।
- এ জন্য বলেছি মতভেদ আছে। এই বিষয় নিয়ে অনেক বাহাস, তর্কা-তর্কি, "একমাত্র এই মতটাই ঠিক" এরকম অনেক লম্বা আলোচনা হয়েছে।
- সে ক্ষেত্রে dip আর refracrion variation এর জন্য ৬০ সেকেন্ড যোগ করবেন| হিসাব কৃত সময়ের সাথে সেকেন্ড দেয়া না থাকলে রাউন্ড করে আগের মিনিট দেয়া থাকতে পারে, তখন আরো এক মিনিট যোগ করতে হবে|