রমজানে তারাবীর সংখ্যা নিয়ে বাহাস দেখছিলাম। মুসান্নাফ ইবনে আবি শায়বাহ এর রেফারেন্স দেয়া হয়েছে সেখানে। আবি শায়বা হলেন বুখারী-মুসলিম এদেরও আগের হাদিস সংকলক এবং উনাদের উস্তাদ।
খুজে দেখলাম কি আছে সেখানে।
বিশাল বই, ৩০ হাজারের উপর হাদিস।
একটা চাপ্টার আছে "কিতাব সালাত"।
এর মাঝে "সালাতুত তারাবীহ"।
এতে অধ্যায় "রমজানে যত রাকাত পড়তেন"।
১৩ টা হাদিস আছে এখানে।
http://library.islamweb.net/hadith/display_hbook.php?hflag=1&bk_no=96&pid=49303
একটা একটা করে অনুবাদ করছি। প্রেকটিশ অনুবাদ। আরবিটাও পাশে দিয়ে দিলাম। পুরো আরবীর জন্য উপরের লিংক দেখতে পারেন।
Hadith No. 7508
عَنْ شُتَيْرِ بْنِ شَكَلٍ , أَنَّهُ كَانَ يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَالْوِتْرَ "
...সুতাইর ইবনে শাকাল রমজানে ২০ রাকাত এবং বিতর পড়তেন।
[ যতটুকু বঝলাম, উনার আব্বা ছিলেন সাহাবী ]
No. 7509
أَنَّ عَلِيًّا أَمَرَ رَجُلًا يُصَلِّي بِهِمْ فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً
...আলী রা: লোকদের হুকুম দিতেন রমজানে উনার সাথে ২০ রাকাত নামাজ পড়ার জন্য।
No. 7510
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَمَرَ رَجُلًا يُصَلِّي بِهِمْ عِشْرِينَ رَكْعَةً
...ওমর বিন খাত্তাব রা: লোকদের হুকুম দিতেন রমজানে উনার সাথে ২০ রাকাত নামাজ পড়ার জন্য।
No. 7511
كَانَ ابْنُ أَبِي مُلَيْكَةَ يُصَلِّي بِنَا فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً وَيَقْرَأُ بِحَمْدِ الْمَلَائِكَةِ فِي رَكْعَةٍ
...ইবন আবি মুলাইকা আমাদের সাথে রমজানে ২০ রাকাত পড়েছেন এবং এক রাকাতে "হামদিল মালাইকা" পড়েছেন।
[ "হামদিল মালাইকা" কি জানি না। মুহাদ্দিসগন বলতে পারবেন ]
No. 7512
كَانَ أُبَيّ بْنُ كَعْبٍ يُصَلِّي بِالنَّاسِ فِي رَمَضَانَ بِالْمَدِينَةِ عِشْرِينَ رَكْعَةً وَيُوتِرُ بِثَلَاثٍ
...উবাই বিন কাব রা: রমজান মাসে মদিনা শরিফে লোকদের সাথে বিশ রাকাত নামাজ এবং তিন রাকাত বিতর পড়তেন।
No. 7513
عَنِ الْحَارِثِ , أَنَّهُ كَانَ يَؤُمُّ النَّاسَ فِي رَمَضَانَ بِاللَّيْلِ بِعِشْرِينَ رَكْعَةً وَيُوتِرُ بِثَلَاثٍ ، وَيَقْنُتُ قَبْلَ الرُّكُوعِ
...হারিছ রা: রমজানের রাতে মানুষের ইমামতি করে ২০ রাকাত নামাজ এবং তিন রাকাত বিতর পড়তেন। এবং রুকুতে যাবার আগে কুনুত পড়তেন।
No. 7514
عَنْ أَبِي الْبَخْتَرِيِّ أَنَّهُ كَانَ يُصَلِّي خَمْسَ تَرْوِيحَاتٍ فِي رَمَضَانَ ، وَيُوتِرُ بِثَلَاثٍ
আবি বাখতারী রমজানে তারাবী পাচ বার আর বেতের তিন পড়তেন।
[ তারাবি হলো নামাজের মাঝে বিরতি। এখন ৪ রাকাত পর পর যেটা হয় ]
No. 7515
كَانَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ يُصَلِّي بِنَا فِي رَمَضَانَ أَرْبَعِينَ رَكْعَةً ، وَيُوتِرُ بِسَبْعٍ
আব্দুর রহমান বিন আল-অসওয়াদ আমাদের সাথে রমজানে চল্লিশ রাকাত নামাজ এবং তিন রাকাত বিতর পড়তেন।
No. 7516
عَنْ عَطَاءٍ ، قَالَ : " أَدْرَكْتُ النَّاسَ وَهُمْ يُصَلُّونَ ثَلَاثًا وَعِشْرِينَ رَكْعَةً بِالْوِتْرِ "
আতা বলেন আমি মানুষদের দেখেছি রমজানে ২৩ রাকাত নামাজ পড়তে বিতর সহ।
No. 7517
عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ ، قَالَ : " أَدْرَكْتُ النَّاسَ بِالْمَدِينَةِ فِي زَمَنِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، وَأَبَانَ بْنِ عُثْمَانَ يُصَلُّونَ سِتًّا وَثَلَاثِينَ رَكْعَةً ، وَيُوتِرُونَ بِثَلَاثٍ "
দাউদ বিন কাইস বলেন আমি উমর বিন আব্দুল আজিজের যুগে মদিনার মানুষদের দেখেছি। আবান বিন উথমান ৩৬ রাকাত পড়তেন, এবং তিন রাকাত বেতের।
No. 7518
أَنَّ عَلِيَّ بْنَ رَبِيعَةَ كَانَ يُصَلِّي بِهِمْ فِي رَمَضَانَ خَمْسَ تَرْوِيحَاتٍ ، وَيُوتِرُ بِثَلَاثٍ "
আলি ইবন রাবিআহর সাথে রমজানে তারাবি পাচ বার আর বেতের তিন পড়া হতো।
No. 7519 كَانَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ يَؤُمُّنَا فِي رَمَضَانَ ، فَيُصَلِّي بِنَا عِشْرِينَ لَيْلَةً سِتَّ تَرْوِيحَاتٍ ؛ فَإِذَا كَانَ الْعَشْرُ الْآخَرُ اعْتَكَفَ فِي الْمَسْجِدِ ، وَصَلَّى بِنَا سَبْعَ تَرْوِيحَاتٍ
সাইদ বিন জুবাইর রমজানে আমাদের ইমামতি করতেন এবং বিশ রাত পর্যন্ত তারাবি ছয় বার করতেন। যখন শেষ ১০ দিন আসলো তখন তখন মসজিদে ইতেকাফ করলেন এবং আমাদের সাথে তারাবি সাত বার করলেন।
No. 7520
(حديث مرفوع) حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، قَالَ : أَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ ، عَنِ الْحَكَمِ ، عَنْ مِقْسَمٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ : " أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي فِي رَمَضَانَ عِشْرِينَ رَكْعَةً ، وَالْوِتْرَ "
(মারফু হাদিস) ইয়াজিদ বিন হারুন বলেছেন, ইবরাহিম বিন উথমান বলেছেন, হাকেম বলেছেন, মিকছাম বলেছেন, ইবনে আব্বাস রা: বলেছেন,
যে: রাসুলুল্লাহ ﷺ রমজানে বিশ রাকাত এবং বিতর পড়তেন।
[ এই শেষ হাদিসটা বাহাসে দলিল হিসাবে স্থাপন করা হয়েছিলো ]
- Comments:
- বাকি সাতটা হাদিসও দিয়ে দিলাম। মোট ১৩ টা হাদিসের সবগুলো এখন দেয়া আছে।
- সনদ লিংকে গেলে পাবেন, আরবীতে.