Post# 1466840850

25-Jun-2016 1:47 pm


অনলাইন শপিং:

যাকে বলে e-commerce. একটা সময় ছিলো যখন এদেশে ২০০০ টাকার ফুলের ঝুড়ি অনলাইনে ২০ হাজার টাকায় বিক্রি হতো। ক্রেডিট কার্ড দিয়ে প্রবাসিরা অর্ডার দিতো দেশে তাদের পরিবারকে ডেলিভার করার জন্য। মার্জিন ছিলো x10. ট্রেডার ছিলো হাতে গোনা কয়েকজন।

তিব বছর আগে দেখেছিলাম বাইরে যেটা ৮০০ টাকায় বিক্রি হয়। সেটা অনলাইনে কিনতে গেলে পড়ে ২,৫০০ টাকা। ট্রেডার বেড়েছে। প্রফিট নেমে এসেছে x3 এ।

এই বছরের প্রথম দিকেও দেখছি প্রফিট ছিলো ৪০% এর দিকে। মানে ৩০০ টাকার মাল অনলাইনে ৪০০ টাকায় বিক্রি হতো। বই কিনেছিলাম দুটো। বইয়ের গায়ে যে দাম লিখা ছিলো সেই দামই রেখেছে। যেখানে একটু কস্ট করে বাইতুল মুকাররমে গেলে ৩০-৪০% কমিশনে সব বই কেনা যায়।

গত দুই মাস ধরে দেখছি তাদের প্রফিট কমে হয়েছে ২৫% এর দিকে। বইয়ের উপর তারা কাস্টমারদের কমিশন দিচ্ছে। ট্রেডার এখন হাজার হাজার।

আশা করছি কিছু দিন পর আর অনলাইন-অফলাইনের দামে বেশি কোনো পার্থক্য থাকবে না ইনশাল্লাহ।

    Comments:
  • অনলাইনেও যাতায়াত ভাড়া দিতে হবে। এটার নাম "ডেলিভারি চার্জ।"
  • ডিপেন্ড করে আপনি বাসে চড়েন, নাকি রিজার্ভড সিএনজিতে।
  • রোজা রেখে তর্ক করা কি জায়েজ, শায়েখ?

25-Jun-2016 1:47 pm

Published
25-Jun-2016