Post# 1466746483

24-Jun-2016 11:34 am


প্রসংগ: Brexit

বৃটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না তার উপর ভোট।

এক সময় poll বলছিলো এক্সিট জিতবে।
এর পর বলছিলো স্টে জিতবে।
ফাইনালি এক্সিট জিতো ৪% মার্জিনে।

আনেক্সপেকটেড না এই সেন্সে যে সময়টা বিভাজনের, ঐক্যের না।
এখন ইউরোপিয়ান ইউনিয়ন ভেঙ্গে যাচ্ছে।
আমেরিকার পলিটিক্সে এত বেশি বিভাজন যে রিপাবলিকানদের মাঝেও দুই ভাগ।
এবং মধ্যেপ্রাচ্যে বিভাজন থেকে যুদ্ধ চলছে আজ অনেক বছর।

এর পর?
চিন্তে করছি, ঐ কথাগুলো যেখানে বলা হয়েছে এর পরের বিশ্বযুদ্ধে জার্মানি থাকবে রাশিয়ার পক্ষে। এবং বৃটেন আমেরিকার সাথে।

এটা হয়তো সেই পোলারাইজেশনের একটা ধাপ।

24-Jun-2016 11:34 am

Published
24-Jun-2016