সৌদি আরবে কালকে [শনিবার দিবাগত] রাত থেকে শবে কদরের খোজে ইতেকাফ করা আরম্ভ করবে আল্লাহর বান্দারা। আর আমাদের দেশে এর পরদিন, অর্থাৎ রবিবার দিবাগত রাত থেকে।
মক্কা ও মদিনা শরিফে এই রাতগুলোতে তারাবীর পাশাপাশি জামাতের সাথে তাহাজ্জুদের নামাজও পড়ানো হয়। প্রতি রাতে ১ পারা শেষ করে ১০ রাকাত। প্রতি রাকাতে ২ পৃষ্ঠা। রাত দেড় টার দিকে আরম্ভ হয়। শেষ হয় রাত তিনটার কাছা কাছি গিয়ে।
ব্যক্তিগত ভাবে কাল রাত থেকে শবে কদরের খোজ আরম্ভ করবো ইনশাল্লাহ, কারন শেষ দশ রাতের কথাও আছে হাদিসে। তবে সাধারনভাবে এই দেশে পরশু রাত থেকে খুজতে হবে।
- Comments:
- এ ব্যপারে উলামা কিরামদের মাঝে ভিন্ন ভিন্ন ব্যখ্যা আছে। তবে উলামাদের ব্যখ্যা সবগুলোই হলো আমাদের দেশে আমাদের বিজোড় রাতে খুজতে হবে।
তবে ব্যক্তিগত ভাবে আমি শেষ দশ রাত প্রতি রাতে খুজি। এবং সৌদি আরব যে রাতে বিজোড় সে রাত গুরুত্ব বেশি দেই। এটা নিয়ম না। আমার আমল।
- এই ব্যপারেও উলামাদের ভিন্ন ভিন্ন ব্যখ্যা আছে।
- এ সব ব্যপারে বিভিন্ন ব্যখ্যা আছে। সবগুলো জেনে নিয়ে আপনার কাছে যেটা বেশি রিলায়াবেল মনে হয় সেটার উপর আমল করতে হবে। সব ব্যাখ্যা একসাথে কোনো লিংকে নেই। আমি ওয়াজ, বয়ান এসবে শুনেছি।
- আলেমদের কাছে ওয়াজ, বয়ান এসবে।
- আমি প্রশ্ন করে জানি নি। যারা এই সব ব্যপারে কোনো মত নিয়ে কনফিডেন্ট তারা নিজের গরজে প্রচার করে।