Post# 1466583517

22-Jun-2016 2:18 pm


আলেমদের মতে:

আল্লামা ফরিদউদ্দিন মাসউদ [দা: বা:] হলেন:
সত্যিকারে "মাসউদ", ভাগ্যবান।
আমাদের সবার উচিৎ উনার মত হয়ে যাওয়া।
উনি আখেরাতের নাজাতের উসিলা।
উনি উনার উস্তাদের উপরেও উস্তাদ।

বুখারী শরিফের ব্যপারে উনার এক কাহিনী আজ দেশ বিখ্যাত।
"দেওবন্দিয়াত" কি জিনিস সেটা বাংলাদেশে শুধুমাত্র উনি এবং আরেকজন বুঝেন।
উনি কবিরা গুনাহও করেন না। সগিরা গুনাহও করেন কিনা সন্দেহ।
রাসুলুল্লাহ ﷺ ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে ঘিরে রাখেন।

এত বড় ব্যক্তির ব্যপারে লিখার আগে ফেসবুকের "হাতুড়ে লেখকদের" বুক কাপা উচিৎ।
চিন্তে নেই। সাহাব কিরামদের সমালোচনাও অনেকে করে।
তবে আল্লাহর কাছে ফরিদউদ্দিন মাসুদের মর্যাদা কমাতে পারবেন না।
কেউ উনার সমালোচনা করলে তার "আমলনামা কালো" হবে, গুনাহ বাড়বে।

______
উপরের কথাগুলোর দলিল প্রথম কমেন্টে। এবং ফেসবুকের প্রচুর আলেম-উলামা এটা শেয়ার-রিশেয়ার করছেন। কোনো prank না।

এহেন ব্যক্তিত্ব যখন বলেন উনি, আল্লাহর সাথে ভালো মত ইস্তেখারা করে শাহবাগে গিয়েছিলেন। শাহবাগে যাওয়া ছিলো উনার কাছে ইবাদতের মত। এবং জীবনের সবচেয়ে বড় নেক কাজ উনি শাহবাগে গিয়ে করেছেন। তখন শুধু মাত্র "মওদুদি পন্থিরাই" উনার সমালোচনা করতে পারে।
______

To, তোমরা যারা সবচেয়ে বড় নেক কাজ করতে এখনো মক্কা-মদিনা যাও। Reflect on yourself.

Off topic, Unrelated প্রশ্ন: দাজ্জাল আসতে আর কত দেরি পাঞ্জেরী?

    Comments:
  • https://www.facebook.com/photo.php?fbid=1813331528895361&set=a.1375823895979462.1073741825.100006555931902&type=3&theater
  • উনাকে দাজ্জাল মনে করি না। তবে উনাকে কেন্দ্র করে কনফিউশন ছড়িয়ে পড়ছে।
  • জানা নেই| কিন্তু লিংকে এরকম কিছু বলা হয়েছে
  • লিংকড স্টেটাসের পোস্টার একজন আলেম। এবং এটা আরো অনেক আলেম শেয়ার করছে। এবং লাইক দেনেওয়ালাদের অধিকাংশ আলেম।

    প্লাস এই উক্তিগুলো সব আলেমদের। লিংকড আর্টিকেলে রেফারেন্স দেয়া আছে, কোনটা কার উক্তি।

  • "মিথ্যুককে মানুষ বিশ্বাস করবে এবং সত্যবাদিকে অবিশ্বাস করবে" == confusion কোনটা সত্য কোনটা মিথ্যা == like on like gone :-P
  • গত কয়েকদিন একটা বড় ট্রানজিশনের সময়। অনেক ঘটনা ঘটলো এক সপ্তাহে। এবং events একটা গিয়ার চেইনজ করলো।

    স্পিড বেড়েছে। সিট বেল্ট বাধা আছে তো?

  • এত দিন জানতাম "হাত পা বাধা" এটা আমার উক্তি। আপনাদের উক্তি ছিলো "যদি ইচ্ছে থাকতো তবে তারা প্রস্তুতি নিতো" আয়াতটা।
  • এইটাই এতদিন বুঝাতে চেস্টা করছি যে আমাদের মাঝে যে যত বড় কথাই বলুক না কেন, সবাই কম্বলি। Agree :-D (Y)
  • সমস্যা হলো উনি পথভ্রস্ট, এটা এখন কওমি উলামারা কেউ স্বিকার করছে না। শুধু মাত্র আমাদের আতিকুল্লাহ আতিক ভাই ভিন্ন, যদি একসেপশন দিয়ে এক্সাম্পল দিতে চান, তবে।
  • সবাই ইনক্লুডিং বিম্পি। বিম্পির কথা শুনলে পাবলিক বিনা করানে খেপে যায়, তাই তুলি না।
  • অকে। ঢিলটা ঘুরে আমার দিকে আসলো। পরাজিত। You win (Y)

    তবে যাবার আগে বলে যাই। বিম্প হলো ভদ্র লোকদের দল। এরা আন্দোলনের নামে ভাংচুর করে না। এট লিস্ট বেশি করে না। :-D

22-Jun-2016 2:18 pm

Published
22-Jun-2016