দিরহাম:
হাদিস শরিফ বা শরিয়তে বইগুলোতে যেখানে ১ দিরহাম বলা আছে, সেখানে ৩ গ্রাম রূপা ধরা হয়। রাফলি ৪ দিরহামে এক ভরি।
বর্তমানে রূপার বাজার দর হলো ১০০০ টাকা ভরি। সে হিসাবে ১ দিরহাম হলো ২৫০ টাকার মত।
নিসাবের পরিমান সাড়ে বায়ান্ন তোলা রূপা এসেছে ২০০ দিরহামের ইকুভেলেন্ট হিসাবে।
এর পর শরিয়ার বইগুলোতে দিরহামের কথা দেখলে সেটা টাকায় কত হবে কনভার্ট করে নেয়া যাবে:
যেমন:
উপরের সবগুলো দিরহামের পরিমান এখন টাকায় করা যাবে। ১ দিরহাম = ২৫০ টাকা ধরে।