Post# 1466573126

22-Jun-2016 11:25 am


দিরহাম:

হাদিস শরিফ বা শরিয়তে বইগুলোতে যেখানে ১ দিরহাম বলা আছে, সেখানে ৩ গ্রাম রূপা ধরা হয়। রাফলি ৪ দিরহামে এক ভরি।

বর্তমানে রূপার বাজার দর হলো ১০০০ টাকা ভরি। সে হিসাবে ১ দিরহাম হলো ২৫০ টাকার মত।

নিসাবের পরিমান সাড়ে বায়ান্ন তোলা রূপা এসেছে ২০০ দিরহামের ইকুভেলেন্ট হিসাবে।

এর পর শরিয়ার বইগুলোতে দিরহামের কথা দেখলে সেটা টাকায় কত হবে কনভার্ট করে নেয়া যাবে:

যেমন:

  • বিয়ের সময় হানাফি মাজহাবে মিনিমাম মহর হলো ১০ দিরহাম।
  • প্রচলিত ধারনা মহরে ফাতেমি হলো ৫০০ দিরহাম।
  • নামাজ পড়ছি কোনো বস্তু নস্ট হয়ে যাচ্ছে, নামাজ ছেড়ে ঐটা বাচানো যাবে যদি বস্তুটার দাম কমপক্ষে ১ দিরহাম হয়।
  • বা হাদিসে আছে যার ৫০ দিরহাম আছে তার জন্য ভিক্ষা করা নিষেধ।

    উপরের সবগুলো দিরহামের পরিমান এখন টাকায় করা যাবে। ১ দিরহাম = ২৫০ টাকা ধরে।

    22-Jun-2016 11:25 am

  • Published
    22-Jun-2016