Post# 1466489572

21-Jun-2016 12:12 pm


রমজান মাসে গোল্ডের রেট কত? এবং আমার জাকাত কত হবে? এটা একটা কমন প্রশ্ন।

আমার কমন এন্সার হলো, যত ভরি গোল্ড আছে তার ৪০ ভাগের এক ভাগ আলাদা করে নেন। গোল্ডের কোয়ালিটি ভালো/খারাপ হয়। এর মাঝে থেকে মিডিয়াম কোয়ালিটির গোল্ড আলাদা করতে হবে। সবচেয়ে খারাপটা না, আবার সবচেয়ে ভালোটাও না।

এর পর সেই গোল্ডের অলংকার গরিব কাউকে দিয়ে দেন জাকাত হিসাবে।
জাকাত আদায় শেষ।

_________
FAQ:

  • আমার এত ভরি গোল্ড আছে। কত টাকা জাকাত হবে?
    : দামটা Irrelevant. উপরের নিয়মে গোল্ডের জাকাত গোল্ড দিয়ে দেন।

    - টাকা দিয়ে স্বর্নের জাকাত দিলে কি আদায় হবে না?
    : আদায় হবে।

    - গোল্ড নিয়ে মানুষ কি করবে? টাকা দিলে তার উপকার হবে। গরিবরা টাকা চায়।
    : "গরিবরা চায়" সেটা আপনার জাকাত দেবার কারন হতে পারে না। সদকা দেবার কারন হতে পারে।

    - গোল্ড দিতে কস্ট লাগে। অনেক শখের গোল্ড যেহেতু। এই গোল্ড এখন আর পাওয়া যায় না। বরং টাকা দিয়ে দেই?
    : অকে। :-P আর গোল্ডের প্রতি এত আকর্ষন থাকলে, গোল্ড দিয়ে জাকাত দিয়ে এর পর কেশ টাকা দিয়ে আবার নতুন গোল্ড কিনে নিতে পারেন।

    - আমি মাপবো কিভাবে?
    : সাব্বু ভাইয়ের কাছে ডিজিটাল পাল্লা আছে। চাইলে দেবে। [আত্মিয়দের জন্য :-) ] একটা কিনে নিতে পারেন। প্রতি বছর যেহেতু লাগে।

    - আমার স্বামির এখন চাকরি নেই, বা আমি বিধবা মানুষ। জাকাত দেবার টাকা নেই। কিভাবে দিবো? ঋন করে?
    : উপরে যে পদ্ধতি বললাম, সেভাবে।

    21-Jun-2016 12:12 pm

  • Published
    21-Jun-2016