সূর্যের কেন্দ্র যখন মাথার উপর থেকে নেমে ৯০ ডিগ্রী ৫০ মিনিট [৯০° ৫০'] নিচে নেমে যায়, তখন বিশ্বব্যপি আবহাওয়া অফিসের সূর্য়াস্ত হিসাব করা হয়।
৯০° নিচে নামলে সূর্যের কেন্দ্র দিগন্ত বরাবর থাকে। এর পর আরো ১৬' নামলে সূর্যের বাকি অর্ধেকটা ডুবে যায়। এর পর বাতাসের প্রতিসরন [ atmospheric refraction ] এর জন্য আরো ৩৪' নামতে হয়। যোগ করলে ৯০° ৫০'।
৩৪' ধরা হলেও এটা ৫' বাড়ে বা কমে প্রতিদিন বাতাসের তাপমাত্রার উপর নির্ভর করে। ক্ষেত্র বিশেষে ১° উপর হতে পারে। ১০'- ১৫' পার্থক্যের জন্য সূর্যাস্ত সময়ে ১ মিনিট পার্থক্য হয়।
সে কারনে সূর্যাস্তের সময়ের সাথে সেকেন্ড দেখানো হয় না কখনো। এটা approximate. এক মিনিট কম বেশি হতে পারে। এর থেকে একুরেটলি হিসাব করার উপায় নেই।
Reference:
http://www-rohan.sdsu.edu/~aty/explain/atmos_refr/understanding.html