Post# 1466239420

18-Jun-2016 2:43 pm


ঢাকা শহরের কেন্দ্র থেকে ১০ কিলোমিটার দূরে সূর্যোদয়ের সময়ের কতটুকু পার্থক্য হয় সেটার হিসাব।

শীতকালে: ১লা জানুয়ারী
কেন্দ্রে সূর্যাস্ত: 5:22:27

উত্তরে: 5:22:16 (-11 সেকেন্ড)
পূর্বে: 5:22:04 (-24 সেকেন্ড)
দক্ষিনে: 5:22:38 (10 সেকেন্ড)
পশ্চিমে: 5:22:51 (23 সেকেন্ড)

আর গৃস্মকালে: ১৮ই জুন
কেন্দ্রে সুর্যাস্ত: 6:47:41

উত্তরে: 6:47:53 (11 সেকেন্ড)
পূর্বে: 6:47:17 (-24 সেকেন্ড)
দক্ষিনে: 6:47:29 (-12 সেকেন্ড)
পশ্চিমে: 6:48:05 (23 সেকেন্ড)

কংক্লুশন: ১০ কিলোমিটার রেডিয়াসে কেন্দ্র থেকে আধা মিনিট। এবং শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মাঝে ১ মিনিট পর্যন্ত সময়ের হের ফের হতে পারে।

______
FAQ:
প্রশ্ন: আমি রেডিও টিভিতে আজান যখন দেয় তখন ইফতার করি। আমার কি দেরি করতে হবে?
উত্তর: না। আজান দিলে করতে পারবেন। সেখানে এটার জন্য দেরি করেই আজান দেয়া হয়।

প্রশ্ন: তাহলে এটা বলার উদ্যেশ্য কি?
উত্তর: এটা এডভান্সড পাবলিকের জন্য। :V

    Comments:
  • ধরার দুই দিনেই হয়তো যা জানার জেনে নিয়েছে। এগুলো মিডিয়াতে আসলে সমস্যা এই আশংকায় হয়তো মেরে ফেলেছে।

    কি হয়েছে বুঝা যাচ্ছে না।

18-Jun-2016 2:43 pm

Published
18-Jun-2016