রমজান মাসে গিবত থেকে বাচা নিয়ে অনেক ভাইকে চিন্তিত দেখছি। এর জন্য আমার টেকনিকটা নিচে:
যখন বুঝতে পারি কথা এখন গিবতের দিকে টার্ন নিতে পরে বা অলরেডি নিয়ে নিয়েছে। তখন আমি বলি,
"হ্যা। ঠিক। কিছু গিবত করি। ..."
"এখনো রোজা আরম্ভ হয় নি, একটু গিবত করে নেই। ..."
"সত্য কথা বলবো। সত্য বললে কি গিবত হবে?....."
যার সাথে কথা বলছেন সেই তখন আপনাকে থামিয়ে দেবে। পাল্টা আপনাকে কিছু সদুপোদেশ শুনিয়ে দেবে:
"হ্যা। সত্য কথা বললেও গিবত হবে। একবার সাহাবীগন...." বা,
"থাক দরকার নেই এগুলো বলার।"
কিন্তু এটা না করে যদি ক্লাসিকেল ওয়েতে বলেন, "ভাই গিবত করবেন না।"
তবে সেটা তার প্রেস্টিজে লাগবে, "...না ভাই! খারাপ কথা তো বলছি না।"
- Comments:
- তখন সে বলবে "না ভাই এটা গিবত হবে না।" এর পর কিসে গিবত হবে আর কিসে হবে না সেটা আলোচনায় চলে যাবেন। প্রসংগ বদলিয়ে গেলো।