টার্গেটে কিলিংয়ের পেছনে আওয়ামিলিগ, নাকি বিএনপি, নাকি জামাত, নাকি ইজরাইল, নাকি ভারত জড়িত সেটা প্রায় বেরিয়ে আসতে লেগেছিলো তাদের এক জন on action ধরা পড়ার পর।
গতকালের খবর ছিলো তাকে ১০ দিনের রিমান্ডে দেয়া হয়েছে।
আজকের খবর সে ক্রসফাযারে নিহত হয়েছে।
me thinks: রাখে আল্লাহ, মারে কে? :-P
conspiracy theory: সে কোন গ্রুপের পক্ষে কাজ করে সেটা মিডিয়াতে আসতে দেয়া যাবে না।
- Comments:
- বহু বছর ধরে এই সব ইমো টাইপ করে আসছি বলে। সাইড নোট: এই সব ইমো টাইপ করা কিন্তু ভালো না, অনেক আলেমের মতে।
- সাইড নোটটা মেইনস্ট্রিমে আসতে হলে আধিকাংশ আলেমদের সম্মতি। আর বড় সড় ফতোয়া লাগবে।
সেটা না হয়ে যদি কারো অনুভুতি বা পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে ভালো-মন্দ নির্ধারন করা হয়, তবে সেটা অধিকাংশ সময় "আদব" বা "সাইডনোট" হিসাবে থেকে যায়।
রেলিভেন্ট সাইড নোট: একসময় "মোবাইলে কোরআন শরিফ পড়া অনুচিৎ" এই কথাটার পেছনেও প্রচারনা চলছিলো।