Post# 1466086179

16-Jun-2016 8:09 pm


তুমি vs আপনি:

যখন ক্লাস এইটে পড়তাম তখন ক্লাসের ছেলেরা হাসা হাসি করতো। তাদের আত্মিয় স্বজনরা তাকে তুমি বলবে নাকি আপনি বলবে এটা নিয়ে কনফিউশনে পড়ে যাচ্ছিলো বলে। এটা ট্রানজিশনের বয়স।

এক ছেলে বললো, ডাক্তারের কাছে গেলাম ডাক্তার তার সাথে অদ্ভুদ ভাবে কথা বলছিলো তুমি বলবে নাকি আপনি বলবে সেটা বুঝতে না পেরে। :-D

______
মডার্ন যুগের ছেলে পেলেরা বাপ-মাকে তুমি বলে ডাকে। আমিও একসময় এভাবে ডাকতাম তার পর বড় হয়ে এটা ফ্লিপ করে আপনিতে নিয়ে গিয়েছিলাম। অনেকে বড় হয়েও এটা বদলাতে পারে না। তাই ৪০ বছরের এক ভদ্রলোক তার ৭০ বছরের বাপকে তুমি ডাকছে দেখা যায়। এবং এটা দেখতে অদ্ভুত লাগে। :-D

______
কনফিউশন এড়ানোর জন্য আমি সবাইকে আপনি ডাকি রিকশাওয়ালা থেকে আরম্ভ করে বাচ্চা পর্যন্ত।

তাতে ব্রেইনের উপর চাপ কম পড়ে। কারন, কি ডাকবো সেটা চিন্তে করে বের করতে হয় না। :-P

______
বাংলায় "তুমি, আপনি, তুই" এত ভাগ কেন? এটা বাংলার কোনো স্পেশিয়ালিটি না। অন্য ভাষাতেও আছে। আরবীতে "আনতা" হলো তুমি, "আমতুম" হলো আপনি।

আরবীতে "আমি" এর শ্রেনীভাগ আছে। যদিও বাংলায় আমি এক ভাবেই বলা যায়।

______
মনে করুন বাচ্চাগুলো আপনাকে "তুমি" ডাকে। এটা আপনার পছন্দ না। চেইঞ্জ করবেন। কিভাবে?

সহজ সমাধান। নিজের বাচ্চাদেরও "আপনি" ডাকা আরম্ভ করেন। বাহিরের লোকদের কাছে জিনিসটা কিউট লাগবে। এবং বাচ্চারাও কিছু দিন কনফিউশনরে পর সবাই "আপনি" তে চলে যাবে।

#HabibParenting

    Comments:
  • বলেছিলাম নাকি? মনে পড়ে না। :-D
  • https://www.facebook.com/mahbub.apu.35/posts/1738490806392100

16-Jun-2016 8:09 pm

Published
16-Jun-2016