Post# 1465944031

15-Jun-2016 4:40 am


কেউ যদি বলেন "সালাফিরা কখনো হানাফিদের কাফের ফতোয়া দেয় না" তবে উনি ভুল বললেন। জানেন না। তারা কাফের ফতোয়া দেয় এবং প্রচুর দেয়। ৯০ থেকে ২০১০ পর্যন্ত আরো বেশি দেয়া হতো। এখন বরং কিছু কমেছে। এর পরও শায়েখ মতিউর রহমান মাদানীর ভিডিওগুলো দ্রস্টব্য যে এখনো দেয়া হয়।

এবং এটা প্রায় সবসময় দেয়া হয় "আল্লাহ তায়ালা আরশে আছেন নাকি সর্বত্র আছেন, এবং উনি সাকার নাকি নিরাকার" এই মতামতের উপর ভিত্তি করে।

এই ব্যপারে হানাফী অবস্থান নিচে দেয়া হলো।

______
Quote: কেউ যদি আল্লাহর হাত, পা, চোখ এগুলোতে বিশ্বাস না করে তাহলে সে ইসলামী আকিদায় বিশ্বাস করলো না, বিষয়টি এমন নয়। এগুলোতে বিশ্বাস না করলে তার ইমান থাকবে না, এজাতীয় চিন্তা-ভাবনা করা সম্পূণর্ বাস্তবতা বিরোধী।

সত‍্য কথা হলো, এই বিষয়গুলো ইসলামী আকিদার অংশ ছিলো না। রাসূল স. ইস্তিনজা করার পদ্ধতি শেখালেও কোথাও মৌলিক আকিদা হিসেবে এগুলো শেখাননি। কোন সাহাবী মৌলিক আকিদা হিসেবে এগুলো শেখাননি। তাবেয়ীগণ এগুলোকে মৌলিক আকিদার অংশ মনে করেননি। যখন মুজাসসিমা ও জাহমিয়াদের আবিভর্াব হয়েছে, তখন থেকে এগুলো আকিদার আলোচনায় এসেছে। নতুবা ইসলামের শুরু থেকে এগুলো আকিদার আলোচনার অংশই ছিলো না।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

15-Jun-2016 4:40 am

Published
15-Jun-2016