Post# 1465818860

13-Jun-2016 5:54 pm


নিচের বইয়ের এই চাপ্টারটা আনুবাদকের নিজের ঢুকানো। মুল কিতাবে এই কথাগুলো নেই। এর আগের কথা আছে, এর পরের কথা আছে। এই কথাগুলো নেই। :-(

স্ক্রিন শট নিচে।
_______

দাকায়িকুল আখবার
ইমাম গাজ্জালী
তাজ কোম্পানীর অনুবাদ
জামাতের ফজিলত অধ্যায়
থেকে:

হযরত নবী করীম (সঃ) এরশাদ করিয়াছেন:

যে ব্যক্তি জামাত ভঙ্গকারীকে অল্প-বিস্তর খাদ্য বা রুটি দিয়া সাহায্য করিল, সে যেন নবীগণের হত্যার সহায়তা করিল৷ সে মৃত্যুবরণ করিলে তাহাকে গোসল, জানাযা ও মুসলমানদের কবরস্থানে সমাহিত করিও না৷ এমন কি জামাত বর্জনকারী একাই যদি সমস্ত উম্মতের সমতুল্য নামায পড়ে, সকল আসমানী কিতাব পাঠ করে এবং সারা বৎসর রোযা রাখে আর সমস্ত উমতের সমতুল্য দান-খয়রাত করে তবু সে বেহেশতের সুগন্ধ হইতে বঞ্চিত হইবে৷ আল্লাহ পাক জীবিত অথবা মৃত কোন অবস্থায়ই তাহার দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করিবেন না!

    Comments:
  • আপডেট!!!

    ভুয়া। এই পুরা চাপ্টারটা আনুবাদকের নিজের ঢুকানো। মুল কিতাবে এই কথাগুলো নেই। এর আগের কথা আছে, এর পরের কথা আছে। এই কথাগুলো নেই। :-(

    স্ক্রিন শট নিচে।

    - হুজুরের যা মর্জি।

13-Jun-2016 5:54 pm

Published
13-Jun-2016