Post# 1465807753

13-Jun-2016 2:49 pm


সেকাল-একাল:


সেকালে মুসুল্লিরা মসজিদ থেকে বেরিয়ে এসে কম্পিটিশন করতো কার মসজিদের ইমাম সাহেব কত দ্রুত তারাবী পড়ে কত কম সময়ে শেষ করেছে।

একালে গর্ব করে কার মসজিদে কত ধীরে সুস্থে পড়ে।


সেকালে প্রতিটা দোকানে বিড়ি সিগারেট বিক্রি করতো বস্তায় বস্তায়।
মোড়ে মোড়ে পাটের রশিতে আগুন ধরিয়ে টাংগিয়ে রাখতো সিগারেট ধরানোর জন্য।
সব বাসার ড্রয়ইং রুমে একটা এশট্রে সাজানো থাকতো ছাই ফেলার জন্য।

একালে সিগারেট হাতে মানুষ রাস্তায় খুব কম দেখা যায়। ড্রয়ইং রুমে আর এশট্রে নেই।


সেকালে রমজানে মসজিদে পিকদানি রাখা হতো মুসুল্লিদের থুথু ফেলার জন্য।
মানুষ হয়তো ধারনা করতো রোজা রেখে থুথু গিলে ফেলা নিষেধ :-D

একালে এটা আর দেখা যায় না।

13-Jun-2016 2:49 pm

Published
13-Jun-2016