Post# 1465685515

12-Jun-2016 4:51 am


তোমরা যারা "পুজিবাদি বাজার ব্যবস্থা" কে শোষন মনে কর। পুজিবাদি বাজার ব্যবস্থা না থাকলে সেই অবস্থা হয় যে অবস্থা কমুনিস্ট দেশগুলোর হয়।

বাজারকে ছেড়ে দিতে হয় বাজারের ইচ্ছের উপর। যে যেই দামে ইচ্ছে সেই দামে মাল বিক্রি করবে।

সেটা না করে সরকার যদি জোর করে জিনিষ পত্রের দাম বেধে দেয়, কারন "ব্যবসায়িরা লোভী" তাহলে বাজার কলাপ্স করে।

তখন দেশের অবস্থা হয় এইরকম যেরকম এখন ভেনেজুয়েলার অবস্থা।
কে বলবে এটা তেল রপ্তানীকারী দেশ?

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

12-Jun-2016 4:51 am

Published
12-Jun-2016